Tuesday, May 13, 2025
৫ফোড়ন

বউয়ের জন্মদিনে

বলিউডের সেরা অ্যাকশন স্টার এবং এই সময়ের সবচেয়ে বেশি সংখ্যক হিট ছবির নায়ক বা চরিত্রাভিনেতা অক্ষয় কুমার যাকে সবচেয়ে বেশি রেয়াত করেন, তিনি হলেন স্ত্রী টুইঙ্কেল খান্না। সম্প্রতি ধুমধাম করে বউয়ের ৪৮তম জন্মদিন পালন করলেন অক্ষয় মালদ্বীপে। একদা সুপারস্টার রাজেশ খান্না-ডিম্পল কন্যা টুইঙ্কেল বি টাউনের প্রচলিত প্রথা মেনে সিনেমা জগতে পা দিলেও তেমন সুবিধা করতে না পেরে দ্রুত পাততাড়ি গুটিয়ে অক্ষয়ের ঘরণী হয়ে যান। তাই বলে নিতান্ত ঘরেলু জীবনযাপন করেন তিনি এমন ভাবার কোনও কারণ নেই। বরাবর লেখালেখির সৌখিন টুইঙ্কেল রীতিমতো কলম লেখেন একটি প্রথমসারির দৈনিকে। তাঁর লেখা বই প্রকাশিত ও বহুল সংখ্যায় বিক্রিত। অ্যাক্টিভিস্ট হিসেবেও যথেষ্ট পরিচিত তিনি। সামাজিক ও রাজনৈতিক ভাবনায় তিনি স্বামীর বিপরীত মেরুতে অবস্থান করেন এবং সেটা প্রকাশ্যে রীতিমতো ঘোষণা করে জানান দেন। তা সত্ত্বেও অক্ষয়-টুইঙ্কেলের সম্পর্ক অটুট। যার কৃতিত্ব অবশ্য টুইঙ্কেল অক্ষয়কেই দেন। স্ত্রীর স্বাধীনতায় হস্তক্ষেপ দূর, টুইঙ্কেলকে সমস্ত ব্যাপারে উৎসাহিত করাতে ক্লান্তিহীন বলিউডের এই জনপ্রিয় তারকা। হোমফ্রন্ট শান্তিপূর্ণ থাকলে আখেরে লাভ তাঁরই, জানেন বুদ্ধিমান অক্ষয়।