বক্স অফিসে আল্লুর পুস্পা-ঝড়
এতদিনে সম্ভবত ২০০ কোটির ঘরে নাম লিখিয়ে ফেলেছে আল্লু অর্জুনের এই ছবি। হ্যাঁ, ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবির কথাই বলছি। মুক্তির পর প্রথম সপ্তাহেই ভারতীয় বক্স অফিসে এই ছবির আয় দাঁড়ায় ১৭৪.৫০ কোটি টাকা। তেলেগু ছবির সুপারস্টার আল্লু অর্জুনের ট্র্যাক রেকর্ড বরাবরই বেশ ভালো। বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি দক্ষিণী ছবির দর্শককে। হিন্দী ছবির দর্শক মহলেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ‘পুষ্পা : দ্য রাইজ’ নিয়েও প্রত্যাশার পারদ চড়েই ছিল। ফলে, বক্স অফিসে এমন ধামাকাদার এন্ট্রি। লক্ষণীয় যেটা, সেটা হলো আল্লুর ‘পুষ্পা : দ্য রাইজ’-এর মোট আয়ের ৪৫ শতাংশ এসেছে ছবির হিন্দি সংস্করন থেকে। বলিউডের এক নম্বর তারকাদের ছুঁয়ে ফেলেছে তাঁর জনপ্রিয়তা। শেষ কবে বলিউডের কোনও তারকার ছবি এমন ঝড় তুলেছে, তার হদিশ খুঁজে দেখার চেষ্টা করছেন ট্রেড বিশেষজ্ঞরা। দক্ষিণী ছবির রিমেক, দক্ষিণী ছবির হিন্দী ভার্সান এমন বাণিজ্যসফল হলে বি টাউনকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আর একটি কথা, দক্ষিণী নায়িকাদের রমরমা তো বরাবরই ছিল বলিউডে। কিছুদিন আগে ‘বাহুবলী’ প্রভাস–এবার ‘পুষ্পা : দ্য রাইজ’-এর আল্লু–খান আর কাপুরদের আসন টলোমলো না হয়ে যায় !