Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

বছরশেষের বিনোদন উপহার

বাংলার মানচিত্রে পুজো-আচ্চা, পালন, উদযাপনের শেষ নেই। আর উৎসবপ্রিয় বাঙালিও অপেক্ষায় থাকে কখন দরজায় কড়া নাড়বে উৎসবের দূত ! এই যে একটু ঠান্ডা পড়েছে কী পড়েনি, শুরু হয়ে গেছে শীত উৎসবের মহড়া। আমাদের ইউটিউব চ্যানেলেও তারই অনুরণন। আগামী ২৩শে ডিসেম্বর, শুক্রবার ‘ননস্টপ বিনোদন’ চ্যানেলে সন্ধ্যা ৭টায় থাকছে ‘শীত উৎসব শুরু’।

কেক-পেস্ট্রি না পিঠে-পুলি–এই নিয়ে একটা তর্ক চলেছে লম্বা সময় ধরে। প্রাচীন আর নবীনের মধ্যে এই তর্ক চিরন্তন। যদিও কলকাতা শহরের পত্তনের সময় থেকেই পার্ক স্ট্রিট ও সংশ্লিষ্ট অঞ্চলসমূহ সাহেবী কেতায় অভ্যস্ত ছিল। বাংলার বেশ কিছু জেলা শহরেও ইঙ্গ-বঙ্গ সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা গেছে স্বাধীনতা পরবর্তী সময় থেকেই। তবুও তর্কটা ছিল। তারপর কালের নিয়মে সবটাই গ্রহণীয় হয়ে উঠল। অগ্রহায়ণ বিদায় নিতেই পৌষের আবাহন শুরু অর্থাৎ প্রকৃতির আঙিনায় শীতের উঁকিঝুকি এবং ওই কেক-পেস্ট্রি বা পিঠে-পুলির আয়োজন ঘরে ঘরে। এই অনুষঙ্গেই আগামী ২৭শে ডিসেম্বর মঙ্গলবার ‘আমার আমি’ চ্যানেলে সন্ধ্যা ৭টায় থাকবে ‘পৌষের কানাকানি, মাঘে শ্রীপঞ্চমী’।

আর ৩০শে ডিসেম্বর, শুক্রবার ‘ননস্টপ বিনোদন’ চ্যানেলে সন্ধ্যা ৭টায় আপনারা শুনবেন ‘প্রেমে-অপ্রেমে শীত উৎসব’–হিয়া আর ঋষির গল্প। বাঙালি জীবনে শীত উৎসবের অন্যতম অঙ্গ বইমেলা। সেই বইমেলা ঘিরে কত না গল্প লেখা হয় প্রতিবছর। তেমনই এক গল্পের পসরা এদিনের ডালিতে। কথায়-গানে সাজানো এই তিনটি বিশেষ অনুষ্ঠানের রচনা ও সংকলন অজন্তা সিনহা। ভাষ্যপাঠ অপরাজিতা মজুমদার।