বন্ধুত্বে হৃত্বিক-সাবা
আরে, আমরা তো শুধু বন্ধু। ভালো বন্ধু। যুগ যুগ ধরে বি টাউন তারকাদের এই বন্ধুত্ব সংস্কৃতি দেখছে দেশবাসী। দেখছে এবং হাসছে। সম্প্রতি বলিউডের অলটাইম হ্যান্ডসাম হাঙ্ক হৃত্বিক রোশন এবং সাবা আজাদকে নিয়ে প্রেমের গুঞ্জন আর একটু গুঞ্জরিত হতেই দুজনে এক যোগে তারস্বরে জানিয়েছেন ওই তত্ত্ব, যেকথা শুরুতেই বলেছি। খামের গায়ে ডাক টিকিটের মতো একে অপরের সঙ্গে সেঁটে থাকলেই বা কী, সর্বত্র এক সঙ্গে ওঁদের দেখা গেলেই বা কী, দুজনের মধ্যে নাকি প্রেমটেম বলে কিছু নেই। আছে শুধু বন্ধুত্ব, সৌহার্দ আর কাজের বোঝাবুঝি। হ্যাঁ, ওঁরা একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘রকেট বয়েজ ২’, ‘ফ্রন্ট পেজ’ ইত্যাদি। এছাড়া পৃথক কাজগুলি তো আছেই। হৃত্বিক-সাবা এখন পুরোপুরি কাজেই নাকি মন দিয়ে আছেন, পরস্পরে নয়।