Monday, May 12, 2025
৫ফোড়ন

বয়কট বলিউডে জেরবার ফিল্ম ইন্ডাস্ট্রি

আম জনতার এ বেশ এক নতুন খেলা হয়েছে। কিছু মন পসন্দ হলো কী না হলো, বয়কটের ডাক ! পুরোটাই সোস্যাল মিডিয়া বিপ্লব এবং কোনও গুরুত্বপূর্ণ কারণ ছাড়াই ! আপাতত টার্গেট বলিউডের তিন খান। নেপটিজম এখন এক অতি চেনা অভিযোগ এঁদের বিরুদ্ধে ! এছাড়াও রয়েছে অসংখ্য ইস্যু। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে থেকেই কাঠগড়ায়। এখন তো দেশের সর্বত্র এর বিরুদ্ধে চলছে আক্রমণ। অজুহাত, কয়েক বছর আগে, আমির ও করিনা কাপুরের করা কিছু বক্তব্য, যা সেই সময় নেটিজেনদের ভ্রুকুটির কারণ হয়, যা আজও বিদ্যমান। বলিউড বাদশা অভিনীত ‘পাঠান’ বয়কটের কারণ, কোনও এক ভক্তের প্রতি শাহরুখের ব্যবহার, সঙ্গে ছবির নায়িকা দীপিকার জেএনইউ ভিজিট। সলমন খান অভিনীত ‘ভাইজান’-এর শুটিং এখনও শুরু হয়নি। বয়কটের সুর তাই তত তীব্র নয়, মুক্তির আগে সুর চড়বে, এমন আশঙ্কা তাঁর ভক্তদের। অক্ষয় কুমার ঠিকই বলেছেন, এমন চললে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ফিল্ম ইন্ডাস্ট্রি।