বর্ন টু ডান্স ডান্সারস প্যারাডাইস
দেশের বৃহত্তম ডান্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার অন্যতম হলো ‘বর্ন টু ডান্স ডান্সারস প্যারাডাইস’। এটি এমন একটি নৃত্য প্রতিযোগিতা, যেখানে কলকাতা এবং হাওড়া-সহ সারা বিশ্বব্যাপী প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। সম্প্রতি কলকাতার ড্রাঙ্কেন টেডি লাউঞ্জে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে এই প্রতিযোগিতার বিষয়ে ঘোষণা করা হয়। আগামী ১লা থেকে ৩রা সেপ্টেম্বর কলকাতার ধন ধান্য অডিটোরিয়ামে তিনদিনের নৃত্য কার্নিভালের মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগিতার বিচারক থাকবেন টেরেন্স লুইস এবং সৌরভ ও বিবেক।
সাংবাদিক সম্মেলনে এই কার্নিভাল, ক্যাম্প ও প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নদের জন্য গ্র্যান্ড ট্রফি ‘বর্ন টু ডান্স ডান্সারস প্যারাডাইস’ প্রকাশ করলেন অভিনেত্রী তৃণা সাহা, অভিনেতা নীল ভট্টাচার্য, শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মম গাঙ্গুলি, কোরিওগ্রাফার বিবেক চাচেরে, ডিআইডি খ্যাত ডান্সার সৌরভ বাঙ্গানি ও বিবেক জয়সওয়াল, সমাজকর্মী ভাবনা হেমানি, এমসি অ্যান্ড স্পোর্টস উপস্থাপক অন্বেষা ঠক্কর এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
এদিন সাংবাদিক সম্মেলনে সৌরভ এবং বিবেক বলেছেন,“যেহেতু আমরা অনেক রিয়েলিটি শো-এ অংশগ্রহণ করেছি, তাই, আমরা প্রতিযোগীদের অসুবিধা কোথায় হচ্ছে, সেটা বুঝতে পারি। সেই ভাবনা থেকেই আমরা ‘বর্ন টু ডান্স’ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এই প্ল্যাটফর্মে সারা বিশ্বের নৃত্যপ্রেমীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন রিয়েলিটি শো-এ অংশ নেওয়ার জন্য প্রস্তুত ও প্রশিক্ষিত হওয়ার সুযোগ পাবে। কলকাতা অনেক নৃত্য প্রতিযোগিতার সাক্ষী হয়েছে। কিন্তু, এই শো-টি সারা ভারতের, নৃত্যপ্রতিভা আছে, এমন মানুষদের একত্রিত করে কাজ করবে।” ওঁদের কথায়, “এ দেশে অনেক প্রতিভাবান তরুণ-তরুণী আছেন, যাঁরা প্রতিভা প্রদর্শনের জন্য একটি সুযোগ এবং একটি প্ল্যাটফর্ম খুঁজছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ‘বর্ন টু ডান্স’ পরবর্তী প্রজন্মের প্রতিভাদের জন্য একটি অনুপ্রেরণা হবে। এই ইভেন্টের একমাত্র উদ্দেশ্য হলো, একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে একটি প্ল্যাটফর্ম প্রদান করে যোগ্য নৃত্যশিল্পীদের প্রতিভা প্রকাশ করা।” জানা গিয়েছে, এটি ৫০০০ জনেরও বেশি প্রতিযোগীদের অংশগ্রহণে সাহায্য করবে। ‘বর্ন টু ডান্স’ শুধুমাত্র ভবিষ্যতের বিশেষজ্ঞ নৃত্যশিল্পীদেরই খুঁজে বের করবে, তা নয়, তাঁদের কেরিয়ারের একেবারে শুরুতে একটি সত্যিকারের ব্রেক দেবে। এছাড়াও নেতৃস্থানীয় বিশেষজ্ঞদের সামনে নৃত্যের বিভিন্ন দিক প্রদর্শনের সুযোগ দেবে।