Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

বসন্তসন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত অনন্য সেতার উৎসব

অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশন এবার সঙ্গীতের শহর কলকাতায় নিয়ে এল ‘সেতার ফেস্টিভ্যাল’। এর আগে সরোদ ফেস্টিভ্যালের আয়োজন করে নজর কেড়েছিল এই সংস্থা। আজ থেকে শুরু হবে তিনদিন ব্যাপী এই উৎসব।। সেতার বাদন পরিবেশন করবেন সেতারের বিভিন্ন ঘরানার বিশিষ্ট গুণী শিল্পীবৃন্দ। উপস্থিত থাকবেন মাইহার, বিষ্ণুপুর, ইন্দোর, রামপুর সেনিয়া, কিরানা ও ইটাওয়া ঘরানার প্রখ্যাত শিল্পীগণ। শহরের সঙ্গীত রসিক শ্রোতাদের জন্য এই উদ্যোগ এক অনন্য আয়োজন বলা যায়। কলকাতার জি.ডি.বিড়লা সভাঘরে, সন্ধ্যা ৬টা প্রতিদিন এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে নিত্যানন্দ হলদিপুর জানান,”সেতারের ছয় ঘরানার সঙ্গীত পরিবেশন মাতাবে বসন্তের তিন সন্ধ্যা। বিশিষ্ট সেতার শিল্পীদের পাশাপাশি সঙ্গত করবেন বিশিষ্ট তালবাদ্য শিল্পীরা। আমার বিশ্বাস কলকাতা শহর এক অসাধারণ আয়োজনের সাক্ষী থাকবেন।” আজ সন্ধ্যার শুরু হবে বিদুষী মিতা নাগের সেতার পরিবেশনে, তবলায় থাকবেন ইন্দ্রাণী মল্লিক। এরপরের শিল্পী পন্ডিত সুরেন্দ্র রাও, তবলায় পন্ডিত তন্ময় বোস। আগামিকাল থাকবেন শিল্পী পূর্বায়ণ চট্টোপাধ্যায়, তবলায় ঈশান ঘোষ। দ্বিতীয় পর্বের শিল্পী হরশঙ্কর ভট্টাচার্য, তবলায় পরিমল চক্রবর্তী। ১২ মার্চ উৎসবের শেষ দিনে সেতার পরিবেশন করবেন সাহানা ব্যানার্জি, রফিক খান, উস্তাদ শাহিদ পারভেজ। তবলায় সঙ্গত করবেন যথাক্রমে রূপক ভট্টাচার্য, রামদাস পালসুলে ও হিন্দোল মজুমদার।