বাংলাদেশে অপ্রিয় নোরা
দেখা যাচ্ছে নোরা ফতেহির বাংলাদেশ অভিজ্ঞতা কখনোই খুব মধুর হচ্ছে না। প্রথমবার সেখানে গিয়ে একজন সহ অভিনেতার ঝগড়া-মারামারিতে জড়িয়ে পড়েন তিনি। প্রথমে সেই অভিনেতা নোরার সঙ্গে অভব্য আচরণ করেন। প্রতিবাদে নোরা তাঁর গায়ে হাত তুললে, সেই অভিনেতাও নোরার গায়ে হাত তোলেন। বাংলাদেশে শুটিং করতে গিয়ে এই কান্ড ঘটে সেবার। শেষ পর্যন্ত পরিচালক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সম্প্রতি আবার বাংলাদেশ সফরে গিয়ে আরও একবার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন নোরা। সেখানে এক সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। শুধু তাঁকে দেখবেন বলেই ১৫০০০ টাকার টিকিট কেটে ভিড় জমিয়েছিলেন নোরার বাংলাদেশি ভক্তরা। সমস্যা হয় এখানেই। তাঁদের বহু অনুরোধেও মঞ্চে নাচেননি বলিউডের এই হট আইটেম ডান্সার। স্বভাবতই ইচ্ছেপূরণ না হওয়ায় রেগে আগুন জনতা। এ প্রসঙ্গে বাংলাদেশের সরকারি কর্তাদের বক্তব্য, সরকারি অনুষ্ঠানে এই জাতীয় ডান্স আইটেম রাখা যায় না। ভক্তদের যুক্তি, তাহলে এত টাকার টিকিট কেটে কী লাভ হলো ? আমাদেরও প্রশ্ন, ডান্সার ডান্স করবেন না, তাহলে, তাঁকে এহেন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর লক্ষ্য কী ছিল ? শুধু চেহারা দেখিয়ে টিকিট বিক্রি ?