বাংলাভাষা ও সংস্কৃতির চর্চায় ‘বিশ্বভরা প্রাণ’-এর বিভিন্ন নিবেদন
নিজস্ব প্রতিনিধি
আন্তর্জাতিক শিল্পী মৈত্রী সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’-এর অনুষ্ঠানগুলি সৌভাতৃত্বের অমল অঙ্গীকারে এগিয়ে চলেছে আগামীর দিকে। ‘বিশ্বজুড়ে বাংলার সংস্কৃতি’ শিরোনামে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও কেন্দ্রে সম্মেলনের আয়োজন করে থাকে এই সংস্থা। এভাবেই বিশ্বের তাবৎ বাংলা ভাষা-ভাষী মানুষের প্রাণে মিলন ঘটিয়েছে ‘বিশ্বভরা প্রাণ’। বাংলাভাষায় সুস্থ ধারার সংস্কৃতি চর্চার লক্ষ্য নিয়ে ২০১৭ সালের ২০ নভেম্বর আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির। বাংলাদেশের একজন আদ্যন্ত সৃষ্টিশীল মানুষ, দক্ষ সংগঠক, আবৃত্তি প্রশিক্ষক ও শিল্পী জাহান বশীর। শিল্পীদের অবশ্য দেশ-কালের সীমানায় বাঁধা যায় না। যাই হোক, তাঁরই মস্তিস্কপ্রসূত এই সংগঠন। জাহান বশীরের স্বপ্নের সেই চারাগাছ আজ পাঁচ বছরে শাখাপ্রশাখা প্রসারিত করে, ফুলে-পল্লবে শোভিত এক মহীরুহ। বর্তমানে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, নরওয়ে, সুইডেন ও মধ্যপ্রাচ্য সহ শতাধিক শাখা তৈরি হয়েছে এই সংগঠনের।
সংগঠনের পক্ষ থেকে গত ২৭ মে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া অঞ্চলে ‘কন্যাশ্রী’ মিলনায়তনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন এলাকার পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন উচ্চ পদাদিকারী আধিকারিকবৃন্দ। গত ২৯ মে বোলপুরে সংগঠনের বীরভূম জেলা শাখা আয়োজন করে একটি সাংস্কৃতিক সম্মেলন, ভারত কেন্দ্রীয় কমিটির সম্পাদক শাশ্বতী ব্যানার্জির তত্ত্বাবধানে। উপস্থিত ছিলেন এলাকার পৌরমাতা, ওয়ার্ড কমিশনার ও ডাক্তার সুশোভন ব্যানার্জি। দুটি সম্মেলনেই ‘বিশ্বভরা প্রাণ’-এর সারথীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দুটি সম্মেলনেই সম্মানিত বক্তারা তাঁদের বক্তব্যে বাংলা ভাষা ও সংস্কৃতিকে হৃদয় ও চেতনায় ধারণ করে, বিশ্বের দরবারে আলোকোজ্জ্বল অবস্থানে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। সম্মেলন উপলক্ষে দুটি জেলাতেই বাচনিক উৎকর্ষ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় শিশু, কিশোর, যুবা ও পরিণত বয়সের অংশগ্রহণকারী মিলিয়ে শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিল। কর্মশালা পরিচালনায় ছিলেন সংগঠনের আন্তর্জাতিক সভাপতি জাহান বশীর।
উল্লেখ্য আগামী ৩১ শে জুলাই কলকাতার কফি হাউসের দ্বিতলে বই-চিত্র সভাগৃহে সংগঠনের ভারত কেন্দ্রীয় কমিটির আয়োজনে পশ্চিমবঙ্গ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কবি দেবব্রত সিংহ, ডঃ সত্যরঞ্জন বিশ্বাস (লেখক লোকসংগীত শিল্পী ও লোক গবেষক), জাহান বশীর (আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক, সংগঠক, সভাপতি, আন্তর্জাতিক কমিটি), আব্দুল কাইয়ুম (সাংবাদিক, ভাষা ও শব্দ শ্রমিক, উপদেষ্টা, আন্তর্জাতিক কমিটি), বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য নড়াইল জেলার কবি ও লেখক নিত্যগোপাল দাস। সভাপতিত্ব করবেন ভারত কেন্দ্রীয় কমিটির সভাপতি সংগীত ও বাচিকশিল্পী বিধুরা ধর। ‘বিশ্বভরা প্রাণ’-এর কেন্দ্রীয় কমিটি ও শাখা কমিটি থেকে প্রায় ৩০ জন এই সম্মেলনে সংগীত, আবৃত্তি ও কথামালা পরিবেশন করবেন।