Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

বাঙালিয়ানার পয়লা দৌড়ে ‘পয়লা বিনোদন’

নতুন বাংলা বছর ১৪৩০ বঙ্গাব্দের প্রথম দিনটিকে লক্ষ্যে রেখে বাঙালির বৈঠকখানায় বিনোদন জগতের খবর পৌঁছে দিতে প্রকাশিত হলো ‘পয়লা বিনোদন’। না, শুধু পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে বলেই নয়, গুনগত মানে পয়লা নম্বরের দৌড়ে যে কোনও বাংলা বিনোদন পত্রিকাকে পিছনে ফেলতে পারে এই পত্রিকা। পত্রিকাটি প্রকাশ করেছে ওটিটি সলিউশন প্রাইভেট লিমিটেড। ‘পয়লা বিনোদন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘটল ১৪২৯-এর শেষ অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে। সাংবাদিক অজন্তা সিনহার সম্পাদনায় যাত্রা শুরু করল ‘পয়লা বিনোদন’। বিষয় নির্বাচন ও প্রাঞ্জল লেখনীর গুণে বাংলার মেঠো পথ থেকে শহর ও শহরতলীর অলিগলি হয়ে রাজপথে অনায়াসে বিচরণ করতে পারে এই বিনোদন পত্রিকা।

পত্রিকার প্রচ্ছদ কাহিনি লেখা হয়েছে প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনে সমান্তরালে হেঁটে যাওয়া কবি ও শিল্পী এই দুই সত্ত্বাকে নিয়ে। লিখেছেন প্রবীণ সাংবাদিক নির্মল ধর। সৌমিত্র যদি হন বাংলার ঘরের ছেলে তো বিবাহ সূত্রে পরবাসী ‘রূপে লক্ষী গুনে সরস্বতী’ বাঙালি মেয়েটির নাম শর্মিলা ঠাকুর। তাঁর নিজের বৃত্তে ভাল থাকার গল্পও রয়েছে পয়লা বিনোদনে। বাংলার দুই কিংবদন্তী অভিনেতার পাশাপাশি আলোকপাত করা হয়েছে বাংলার কিংবদন্তি  পরিচালক ঋতুপর্ণ ঘোষের জীবন, মনন, শিল্পচেতনা ও সৃষ্টির উপর। 

Img 20230415 Wa0001
বাঙালিয়ানার পয়লা দৌড়ে 'পয়লা বিনোদন' 4

এছাড়াও রয়েছে অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় ও সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্রের একান্ত সাক্ষাৎকার। শুধু বাংলার শিল্পী, স্রষ্টাদের কথাই নয়, বিনোদন প্রিয় বাঙালির জন্য রয়েছে বলিউডের খবরও। আলিয়া ভাটের লম্বা দৌড়ের গল্প যে পাঠকদের ভাল লাগবে সে কথা হলফ করে বলা যায়। আবৃত্তি ও বাংলা থিয়েটার নিয়ে বিষয়ভিত্তিক রচনা লিখেছেন সুমন্ত্র সেনগুপ্ত ও ডঃ গৌরাঙ্গ দণ্ডপাট। মনোজ্ঞ রচনা। রয়েছে সাহিত্যিক ছন্দা চট্টোপাধ্যায়ের কলমে রোম ভ্রমণের কাহিনিও। এছাড়াও টালিগঞ্জ মেগার অন্দরে উঁকি দেওয়ার পাশাপাশি বিশ্ব বিনোদনের সন্ধানও রয়েছে পয়লা বিনোদনের পাতায়। রয়েছে গান গাওয়া ও গান শোনার এক দীর্ঘ পথের বর্ণনা। ক্রমে বদলে যাওয়া প্রযুক্তির হাত ধরে শ্রোতাদের বদলাতে থাকা ধ্যানধারণার এক মানচিত্র তুলে ধরা হয়েছে। 

Img20230414170734
বাঙালিয়ানার পয়লা দৌড়ে 'পয়লা বিনোদন' 5

১২০ পাতার ঝকঝকে মুদ্রণ ও ছবি সমৃদ্ধ এই পত্রিকার বিশেষ আকর্ষণ অবশ্যই সম্পাদকের লেখনী। তাঁর দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতার ভাণ্ডার থেকে তুলে এনেছেন কিংবদন্তি মানুষজনের মুখোমুখি হওয়ার কিছু স্মৃতি। সেই তালিকায় রয়েছেন স্নেহপ্রবণ মান্না দে, ব্যক্তিত্বময়ী শাবানা আজমি, ভালবাসার জাদুকর পি সি সরকার জুনিয়র, প্রাণময়ী মমতাশঙ্কর, বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান ও অপরূপা ঋতুপর্ণা সেনগুপ্ত। শুধু সাংবাদিক হিসাবে তাঁর স্মৃতিচারণ নয়, সঙ্গীতের প্রতি অমোঘ ভালবাসায় বারবারই সম্পাদক অজন্তা সিনহার লেখনীতে বিশেষ স্থান পেয়েছে সঙ্গীত শিল্পীদের সৃষ্ট শিল্পকর্ম। ‘পয়লা বিনোদনে’র পাতায় তার ব্যতিক্রম হলো না। কিংবদন্তি শিল্পী কিশোরকুমারকে নিয়ে লেখা  বিশেষ প্রতিবেদনটি পাঠকের কাছে এক বিশেষ প্রাপ্তি। 

বদলে যাওয়া বাঙালিয়ানার কথা মাথায় রেখে পত্রিকাকে করা হয়েছে ঝকঝকে, স্মার্ট। আজকের বাঙালির বৈঠকখানায় তাকিয়ার বদলে জায়গা করে নিয়েছে কফি টেবিল। তাই এই পত্রিকাটিকেও দেওয়া হয়েছে কফি টেবিল ফরম্যাট। চৈত্র সংক্রান্তির বিকেলে কলকাতা ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে পত্রিকার উদ্বোধন করে ওটিটি সলিউশন প্রাইভেট লিমিটেডের কর্ণধার সুদীপ বসু জানান, “বাঙালিকে আবার বাংলা সাহিত্য ও সংস্কৃতিমুখী করতে বছরে দুটি করে পত্রিকা প্রকাশ করা হবে। নতুন বাংলা বছরে বাঙালি পাঠকের কাছে পয়লা বিনোদন এক বিশেষ প্রাপ্তি হতে চলেছে।” এদিন পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক ছন্দা চট্টোপাধ্যায়, কলকাতা কর্পোরেশনের ৯৫ নম্বর ওয়ার্ডের পুরপ্রধান ও সমাজসেবী তপন দাশগুপ্ত, সংস্থার কর্ণধার সুদীপ বসু ও পত্রিকার সম্পাদক অজন্তা সিনহা এবং অন্যান্য অতিথিবৃন্দ।