Monday, February 3, 2025
৫ফোড়ন

বাবা যীশু

নানা ধরনের চরিত্রে অভিনয় করে বাংলা ছবিতে নিজের অপরিহার্যতা প্রমান করে ফেলেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক ‘বাবা বেবি ও’ যে একেবারে অন্য মাত্রার এক অভিজ্ঞতা দিয়েছে অভিনেতা যীশু সেনগুপ্তকে, তাতে কোনও সন্দেহ নেই। কেমন সেই অনুভব পড়ুন ওঁর নিজের কথাতেই,”বাচ্চাদের সঙ্গে আগেও কাজ করেছি। কিন্তু এরা দু’জন একেবারেই কচি! দেখলেই আদর করতে ইচ্ছে করে। আমার মেয়েরা যখন ছোট ছিল, তখন ওদের দেখাশোনার অভিজ্ঞতা কাজে লেগেছে এক্ষেত্রে। আগে থেকেই জানতাম কীভাবে দুধের বোতল ধুতে হয় বা ন্যাপি পাল্টাতে হয়।” এককথায় একজন প্রশিক্ষণপ্রাপ্ত বাবা-অভিনেতা হয়েই শুটিং পর্ব সামলেছেন যীশু। তাঁর আচার-ব্যবহারের জন্যই বাচ্চাদুটোও সহজ ও স্বচ্ছন্দ বোধ করেছে। বলা বাহুল্য, তাঁর এই ডেডিকেশন প্রতিফলিত হয়েছে ‘বাবা বেবি ও’ ছবিতেও। দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন ছবিটি। সারোগেসির মতো গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী বিষয়কে নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। এই প্রেক্ষিতে একজন সারোগেটেড সিঙ্গল ফাদারের চরিত্রে যীশুর অভিনয় যথাযথ না হলে, বিষয়টাকে দাঁড় করানো যেত না। কিন্তু যীশু পেরেছেন। লোকের মুখে মুখে ফিরছে ‘বাবা বেবি ও’।