Monday, February 3, 2025
৫ফোড়ন

বিদ্যা-কথায় সমাজে নারী

“সেদিনটা আজও ভুলিনি। এক কাকা আমার বাবাকে বলছেন, চিন্তা করো না, তোমার ছেলে নেই বলে। আমার ছেলে তো আছে, সে-ই শেষদিন পর্যন্ত দেখাশোনা করবে তোমার ! আমি আর আমার বোন সেখানেই বসেছিলাম। কথাটা শুনে এত রেগে গিয়েছিলাম ! মনে মনে বলেছিলাম, আর কারোর ছেলেকে দরকার নেই আমাদের বাবাকে দেখার জন্য। আমরা দুই বোনই যথেষ্ট ! ঈশ্বরের আশীর্বাদে আমরা দুজনেই দেহে-মনে সুস্থ ও সমর্থ”–সম্প্রতি বিদ্যা বালান প্রসঙ্গক্রমে নিজের এই উপলব্ধির কথা জানিয়েছেন রণবীর আলাহাবাদিয়ার পডকাস্ট-এ। ‘মেয়ে সন্তান’ হিসেবে সমাজে তাঁদের অবস্থান বিষয়ে কতিপয় আত্মীয়স্বজনের ব্যবহার বিদ্যাকে সেদিন কতটা তিক্ত অনুভূতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল, বুঝতে অসুবিধা হয় না।

Images 4 1
বিদ্যা-কথায় সমাজে নারী 3

তাঁর কথায়, এই তিক্ত উপলব্ধি নিয়ে কতগুলো বছর যে কাটালাম আমি ! আমি যেন আমার ভিতরের নারীকেই ভুলতে বসেছিলাম ! সেই অনুভূতি থেকে বেরিয়ে, আত্মস্থ হতে, অনেকটা সময় লেগেছিল আমার। তিনি এটাও বলেছেন, “আমার কাকা হয়তো কোনও খারাপ ভাবনা ছাড়াই কথাটা বলেন সেদিন। কিন্তু আমার মনের ওপর এক গভীর প্রভাব ফেলেছিল কথাগুলি।” বিদ্যা দেশের একজন প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত আজ। কিন্তু তাঁর অনুভূতি যেন এদেশের অগণিত মেয়ের মনের কথা। বলা বাহুল্য, সেদিন তিনিও তাদেরই একজন ছিলেন। তাঁকে কুর্নিশ, খ্যাতির শিখরে পৌঁছেও তিনি জীবনের পুরোনো, অথচ, গুরুত্বপূর্ণ কথা ভোলেননি। শেয়ার করেছেন, পডকাস্ট মাধ্যমে সাধারণ শ্রোতা তথা তাঁর ভক্তদের সঙ্গে।