Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

বিনোদন বাণিজ্যে আজও অপরিহার্য কাহিনি

প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে চলছে ‘ফিকশন টাইম’। প্রতি সপ্তাহে এই আড্ডায় উপস্থিত থাকছেন মঞ্চ, সিনেমা, রেডিও, টিভি অর্থাৎ বিনোদন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বগণ। আর প্রতিবারের মতোই সঙ্গে থাকেন আপনারা, আমাদের প্রিয় দর্শকবন্ধুরা। গত মঙ্গলবার ছিল সিনেমা নিয়ে আড্ডা। আড্ডায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এই সময়ের অন্যতম প্রতিভাধর চিত্র পরিচালক ও লেখক প্রমিতা ভৌমিক। কাহিনি প্রসঙ্গে বাংলা সিনেমার পরম্পরাগত যে বিবর্তন, এক নিবিষ্ট আলোচনা হলো তাই নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন ঘটলেও কাহিনির গুরুত্ব আজও বিদ্যমান। প্রমিতার সুচারু বিশ্লেষণে, সমৃদ্ধ হলাম আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের উৎসাহিত করুন।     নিজস্ব প্রতিনিধি