Monday, February 3, 2025
সম্পাদকীয়

বিনোদন বাণিজ্যে নয়া অভিমুখ ডিজিটাল প্ল্যাটফর্ম

গত দু’টি বছর যে সময়টা আমরা পার করলাম, তা নিঃসন্দেহে আগামী কয়েক যুগ ভুলবে না বিশ্ববাসী। এখনও জানি না, অভিশাপ কেটেছে কিনা। তবু, জীবনের নিয়মেই ছন্দে ফিরছে মানুষের যাপনকলা। অতিমারী ও তার প্রতিরোধ স্বরূপ লকডাউন–এতে যে শিল্পগুলি চরম ক্ষতির মুখে পড়েছে, বিনোদন বাণিজ্য তার অন্যতম। আমরা শুধু তারকাদের জীবন দেখি আর ভাবি, ওঁরা তো সুখেই আছেন। আদতে ওঁরা ছাড়াও রয়েছেন এক বিরাট সংখ্যক মানুষ, যাঁদের জীবিকা নির্বাহ হয়, এই শিল্পকে অবলম্বন করেই। আর ইন্ডাস্ট্রির সব অভিনেতাই কিন্তু তারকা নন। এছাড়াও আছেন অগণিত স্বপ্ন দেখা, বলিউড বা টলিউডের মাটি কামড়ে পড়ে থাকা তরুণ-তরুণী, যাঁদের ইন্ডাস্ট্রির ভাষায় আমরা ‘স্ট্রাগলার’ বলি।

এই খারাপ সময়ে কাজ হারিয়েছেন বহু মানুষ। কেউ রোগের প্রকোপে, কেউ অর্থকষ্টে হতাশায় ডুবে গেছেন। ভাইরাসের আক্রমণে মৃত্যু, হতাশায় আত্মহত্যা–এসব নিত্য ঘটনায় পরিণত হয়েছিল, কিছুদিন আগে পর্যন্তও। এখন কিছুটা সুস্থিতি ফিরেছে। যদিও, সব স্বাভাবিক হতে অনেক দেরি! রুটি-রুজির ক্ষেত্রে কিছুটা হলেও আশাবাদের পথ খুলে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ওভার দ্য টপ বা ওটিটি মাধ্যমে বড় স্ট্রিমিং চ্যানেলগুলো তো আছেই। সেখানে, প্রচুর অভিনেতা, স্ক্রিপ্ট রাইটার, পরিচালক, টেকনিশিয়ানরা বাঁচার নতুন দিশা খুঁজে পেয়েছেন। এরই পাশাপাশি মাঝারি ও ছোটমাপের সংস্থা থেকে ব্যক্তিগত উদ্যোগ, এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অনেকেই নতুন উদ্যমে কাজ করছেন।

ছোট ছবি ও তথ্যচিত্র নির্মাতা, স্বাধীনভাবে যাঁরা ছবি বানান, মিউজিক ভিডিও থেকে টক শো নির্মাণ–নতুন প্রযুক্তির আশীর্বাদে বহু সৃজনশীল মানুষ বেঁচে থাকার পথ দেখতে পাচ্ছেন কিছুটা হলেও। অন্ধকারের মাঝে এই কর্মকাণ্ড সত্যিই এক আলোকময় অভিমুখ বলা যায়। আজকের সময়ে দাঁড়িয়ে এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাতেই হবে।