Monday, February 3, 2025
৫ফোড়ন

বিপুল দামি ফয়সল

বিগ বস-এর ঘরে আগত অতিথিদের রেট ক্রমবর্ধমান, সকলেরই জানা। শো হিট। তাই খরচায় কার্পণ্য করছে না প্রযোজকরা। সাম্প্রতিক খবর, সিজন ১৬-তে শোয়ের অন্যতম প্রতিযোগী ফয়সল শেখের রেট শুনে লোকজনের চোখ কপালে ওঠার যোগাড়। অঙ্কটা প্রকাশ্যে না এলেও, এ নিয়ে চাপা গুঞ্জন রয়েছে। এতে অবশ্য অবাক হচ্ছেন না ফয়সল ভক্তরা। খতরো কে খিলাড়ি ১২-তে নিজের কামাল করা অ্যাডভেঞ্চার দেখিয়ে চমকে দিয়েছেন তিনি। লোকের মুখে মুখে ফিরছে ফয়সলের নাম। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২৮ মিলিয়নের ওপর। এটা জানার পর আর কোথাও কার্পণ্য করে শো কর্তৃপক্ষ ? ফয়সলদের মতো তরুণ তুর্কিরাই তো শোয়ের টিআরপি বাড়ান। হিসেবটা সেভাবেই তো হবে।