Monday, February 3, 2025
সম্পাদকীয়

বিবেকহীন দাঙ্গা বিশেষজ্ঞ

লোকজন বলবেন বিতর্কপ্রেমী। আদতে এই পরিচালককে দাঙ্গাপ্রেমী বলাটাই অধিক শ্রেয় বলে মনে হয়। কিছুদিন আগেই কাশ্মীরের দাঙ্গার ওপর ভিত্তি করে মুক্তি পায় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। বিতর্কের ঝড় তুলে, তথ্য বিকৃতির অভিযোগ গায়ে মেখে এ ছবি বিশাল টাকার ব্যবসা করে নেয়। এবার বিবেকের টার্গেট দিল্লির শিখ দাঙ্গা। ৮৪’র দাঙ্গার মতো স্পর্শকাতর বিষয় সেলুলয়েডে নিয়ে আসছেন বিবেক।

সম্প্রতি তিনি ঘোষণা করেছেন তাঁর পরের ছবি ‘দিল্লি ফাইলস’-এর নাম। ঘোষণার পরই সেই ছবি নিয়ে মহারাষ্ট্রের শিখ সম্প্রদায় তাদের ক্ষোভ উগরে দেয়। তাদের বক্তব্য, সৃজনশীলতা ও মতামত প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতার অপব্যবহার করছেন বিবেক। শিখ দাঙ্গার মতো দুঃখজনক ঘটনাকে বাণিজ্যিক রূপ দিতে চাইছেন তিনি। শিখ সম্প্রদায়ের অভিযোগ, ‘দিল্লি ফাইলস’ ছবির নির্মাণ এই উদ্দেশ্য নিয়েই।

প্রসঙ্গত বলতেই হয়, দুঃখ নিয়েই তো কারবার বিবেকের। মানুষ ও সমাজের ওপর সন্ত্রাস এবং তৎপরবর্তী প্রভাব নিয়ে কোনও গভীর বার্তা থাকে না তাঁর ছবিতে। তিনি বিশেষ একটি সম্প্রদায়ের প্রচারেই যে সৃষ্টিতে মাতেন, তা আজ দিনের আলোর মতো পরিস্কার। এর আগে ‘দ্য তাসখন্দ ফাইলস’, ‘বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম’-এর মতো ছবি তৈরি করেছেন বিবেক। তাই নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল।

জানা গেছে, ‘দ্য তাসখন্দ ফাইলস’ বা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ‘দ্য দিল্লি ফাইলস’-এও বিবেকের ছবিতে কাজ করতে পারেন অনুপম খের। সে তো করবেনই। ওঁরা সকলেই যে ঠিকা নিয়েছেন অপপ্রচারের। আর দর্শক যে এই উস্কানিমূলক ছবিই বেশি পছন্দ করছে ইদানীং, সেও জানা হয়ে গেছে ওঁদের। দেশের হাওয়াটাই তো বইছে, বলা ভালো বইয়ে দেওয়া হয়েছে বিশেষভাবে রোপিত এক বিদ্বেষমুখী।