Monday, February 3, 2025
৫ফোড়ন

বিবেকের অনুরাগী টুইট কাজিয়া

প্রগতিশীল ও সমাজমনস্ক পরিচালক হিসেবে বলিউডে অনুরাগ কাশ্যপের স্থান কিছুটা ব্যতিক্রমী। ধারাবাহিক ভাবে বুদ্ধিদীপ্ত ও অর্থবহ ছবি তৈরি করে চলেছেন তিনি। যদিও, পর্দার বাইরে অনুরাগকে ঘিরে নিয়মিত বিতর্কের ঝড়। মূলত শাসকদলের বিরুদ্ধে কথা বলে বিশেষ এক গোষ্ঠীর আঁতে ঘা দিয়েই চলেছেন তিনি। অন্যদিকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নির্মাণ করে রাতারাতি খবরের শীর্ষে এসেও বিতর্কের জালে পরিচালক বিবেক অগ্নিহোত্রী। দুজনেই গসিপ কলম লিখিয়েদের পছন্দের তালিকায় থাকেন। ইদানীং তাতে বাড়তি মশলা যোগ করেছে দুজনের টুইট কাজিয়া। ‘দ্য কাশ্মীর ফাইলস-এ স্বতঃপ্রণোদিত ভাবে তথ্য বিকৃত করেছেন বিবেক, এমন কথা বার কয়েক নানা সূত্রে বলেছেন অনুরাগ। এবার বিবেক তার জবাবে টুইট করেছেন। নাটকীয় ভঙ্গিতে বিবেকের স্বপক্ষে দেখানোর যুক্তির বিরুদ্ধ তত্ত্ব অনুরাগও খাড়া করেছেন। সব মিলিয়ে টুইট পাড়া সরগরম দুই পরিচালকের কাজিয়ায়।