Monday, February 3, 2025
৫ফোড়ন

বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা

প্রেম চলছে বছর তিন-চারেক। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি–২০১৮ সালে দু’জনের পরিচয় পর্ব আর তারপর থেকেই বি টাউনে ওঁদের নিয়ে গুঞ্জন শুরু। শোনা যায় ২০২১-এ ‘শেরশাহ’ ছবিতে কাজ করার সূত্রে তাঁদের প্রেম গাঢ় হয়। এবার সেই প্রেম পরিণতির পথে। এই ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের মোস্ট ওয়ান্টেড এই কাপল। যদিও এখনও পর্যন্ত পুরো ব্যাপারটাই বেশ ঢাকঢাক গুড়গুড় অবস্থায়। বিশ্বস্ত সূত্র বলছে, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হবে মুম্বইয়ের বাইরে। তারপর ওঁরা বলিউডের মানুষজনের জন্য মুম্বইয়ে জমকালো পার্টি রাখবেন। সিদ্ধার্থ ও কিয়ারা আপাতত বিষয়টিকে গোপনই রাখতে চাইছেন। প্রস্তুতি সম্পন্ন হলে আনুষ্ঠানিক ঘোষণা, তার আগে পর্যন্ত মুখে তালাবন্ধ !