বিশ্বশান্তি ও একতার জন্য ভগবান রামের প্রতি নিবেদন
গ্র্যামি জুরি সদস্য ও জিমা অ্যাওয়ার্ড (Gima award) বিজয়ী, আন্তর্জাতিক খ্যাত পারকিউশনিস্ট প্রদ্যোত মুখার্জির সৃজনশীল পরিচালনায় প্রতিষ্ঠিত রিদম এক্সপ্রেস। সম্প্রতি রিদম এক্সপ্রেস প্রকাশ করেছে ‘আওয়ার বেস্ট ডেজ‘। ভগবান রামের প্রতি নিবেদিত এই গানে রয়েছে বিশ্বশান্তি ও একতার বাণী। এ দেশের কালজয়ী ভক্তি সংগীতের ক্ষেত্রে ‘আওয়ার বেস্ট ডেজ‘ এক অনন্য সংযোজন বলা যায়, যা একদিকে আধ্যাত্মিক দর্শনে সমৃদ্ধ। অন্যদিকে ভালোবাসা ও শান্তির কথাও রয়েছে গানটিতে। ‘আওয়ার বেস্ট ডেজ‘ পাওয়া যাচ্ছে সমস্ত প্রথম সারির মিউজিক প্ল্যাটফর্মে।
প্রসঙ্গত, এই নিবেদনটি প্রস্তুতির পিছনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট-এর। এই প্রতিষ্ঠান শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে দায়বদ্ধতা পালন করে চলেছে। ‘আওয়ার বেস্ট ডেজ‘ নির্মাণের ক্ষেত্রে ঐতিহ্যবাহী ভারতীয় সাংগীতিক যন্ত্র ছাড়াও বেশ কিছু সম-সাময়িক যন্ত্রের প্রয়োগ রয়েছে Gima Award । এত সুন্দর এর কম্পোজিশন, যে শ্রোতারা সহজেই মুগ্ধ ও উজ্জীবিত হবেন। গানটিতে রয়েছে সানাই–বাজিয়েছেন গুরু লোকেশ আনন্দ। সন্তুর বাজিয়েছেন দিব্যাংশ শ্রীবাস্তব। কি-বোর্ডে আছেন অভীক গাঙ্গুলি। প্রত্যেকেই অনবদ্য। সবার ওপরে আছেন কম্পোজার প্রদ্যোত মুখার্জি। তিনি সামগ্রিক সৃষ্টির পাশাপাশি বাজিয়েছেন তবলা, সঙ্গে মাউথ ড্রামিং। রেকর্ডিংয়ে সঞ্জয় ঘোষের প্রযুক্তি পরিকল্পনা নিখুঁত সুরের ব্যাঞ্জনা সৃষ্টি করেছে। বিষয়ের আবেগ যথাযথ অভিব্যক্ত হয়েছে সকলের সমবেত প্রচেষ্টায়।