বিয়ে ভাঙুক জয় হোক বন্ধুত্বের
আমির-কিরণের পর অনুপম-পিয়া। বিবাহ বিচ্ছেদের পর বন্ধুত্বের অঙ্গীকার। তাও আবার বেশ ঘোষণা করেই !! এটা বেশ একটা নতুন স্টাইল তারকাদের। কিরণের জন্য তাঁর প্রথম স্ত্রী রিনাকে ছেড়েছিলেন আমির। শোনা যায়, কেরিয়ারের একেবারে শুরুতে যখন আমিরকে কেউ প্রায় চেনে না, তখন রিনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। পরে সে সম্পর্ক মাধুর্য হারায় এবং কিরণ রঙ্গমঞ্চে প্রবেশ করেন। তারপর আবার ছিন্ন বন্ধন। এবার শোনা যাচ্ছে ‘দঙ্গল’ কন্যা ফতিমা সানা শেখের নাম। অনুপম-পিয়ার মাঝেও তৃতীয় ব্যক্তির প্রবেশ কাহিনী আবছা ভাসছে খবরের বাতাসে। তারপরও ওঁরা যে একে অপরের বন্ধু হয়ে থাকবেন ঘোষণা করেছেন, তা অনুপ্রেরণাযোগ্য―সে নিন্দুকেরা পিছনে যা-ই বলুক !!