বৃষ্টিভেজা আড্ডাসন্ধ্যা
কংক্রিটেরা ভিজে চলে টুপটাপ ছন্দে,
কলি আর কবিতায় বর্ষার সন্ধে…
প্রকৃতির রাজ্যে প্রাবৃটের পদার্পণ, শহরের আনাচে কানাচে বৃষ্টিবিন্দুর ছিটেফোঁটা। শুধু এককাপ ধোঁয়া ওঠা চা, হেডফোন আর আড্ডা। তাতেই এ বর্ষা জমজমাট। প্রকৃতির রঙ্গমঞ্চে দ্বিতীয় ঋতুর আগমনকে স্বাগত জানিয়ে, ননস্টপ বিনোদনের সাম্প্রতিক নিবেদনে ছিল ‘বিরহী বর্ষা’। গত শুক্রবার অনুষ্ঠিত এই আড্ডায় রবীন্দ্রনাথের বর্ষা ঋতুর গান শোনালেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুদীপ্ত ঘোষ। সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে…’বহুযুগের ওপার হতে’ গানটির সঞ্চারী দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুদীপ্ত। এরপর প্রায় একঘন্টা ব্যাপী চলে গান ও আড্ডা। গানের সঙ্গে কথকতায় ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক অজন্তা সিনহা। রচনা ও সংকলনও তাঁরই। গানে গানে মুখর হয়ে ওঠে বর্ষা। সুদীপ্তর কন্ঠে ‘আমার যে দিন ভেসে গেছে চোখের জলে’ গানটি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আগামী ১ জুলাই বর্ষার ধারাবাহিকতা মেনেই ননস্টপ আড্ডায় অনুষ্ঠিত হচ্ছে ‘বর্ষা : প্রেমে-অপ্রেমে’। উপস্থিত থাকবেন বাচিকশিল্পী অতসী দাশগুপ্ত ও সঙ্গীতশিল্পী তৃষিত চৌধুরী।