বৃষ্টির দিনে নন-স্টপ বিনোদনের নতুন প্রকাশ, “বর্ষার গান”
শহরজুড়ে বৃষ্টির মরশুম। পরিবেশের সাথে তাল মিলিয়ে নন-স্টপ বিনোদনের বিশেষ সমাহার প্রকাশ। নাম – “বর্ষার গান”। প্রায় সাতটি ভিন্ন আঙ্গিকের গান নিয়ে তৈরী হয়েছে jukebox-টি। বিশিষ্ট শিল্পীদের কন্ঠে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং বাংলা আধুনিক গান। সমস্ত গানই বৃষ্টির সঙ্গে সম্পর্কিত।
গানগুলি শোনার জন্য নিম্নোক্ত লিংকটিতে ক্লিক করুন।