Monday, February 3, 2025
৫ফোড়ন

বেচারা গরিব কপিল

কপিল শর্মার শো এখন বলিউডি ছবি থেকে তারকাদের লেখা বই মুক্তি বা যে কোনও নতুন খবর, প্রমোশনের সেরা ডেস্টিনেশন। বিগ বি থেকে মধ্য বা ছোটমাপের তারকা, সকলেই এই বাবদ কপিলের দরবারে। এমনই এক উপলক্ষে শাহিদ কাপুর আর ম্রুনাল ঠাকুর এসেছেন কপিল শর্মা শো-তে। ম্রুনাল আসা মাত্র কপিল স্বমহিমায়। তাঁর সিলেবাসে নায়িকাদের নিয়ে যেসব রসিকতা থাকে, সেসব হলো। তারপরই তিনি শাহিদকে নাটুকে গলায় বললেন, “তোমার হাতে কত কাজ ! টানা ৪০-৫০ দিন শুটিং করো তুমি। আর এই গরিবকে দেখো, মাত্র এই একটাই শো।” “কপিল শর্মা যেদিন গরিব হবে, সেদিন ভারত পৃথিবীর ধনী দেশগুলির অন্যতম হবে”–কপিলের নাটকে জল ঢেলে শাহিদের চটজলদি জবাব !