Monday, February 3, 2025
৫ফোড়ন

বেচারি ইয়ামি

‘ভিকি ডোনার’ থেকে ‘দাসভি’, বলিউডের দশ বছরের যাত্রাপথে চোদ্দটি ছবিতে অভিনয় করেও বিপুল হতাশ রূপসী ইয়ামি। উল্লেখযোগ্য ছবি বলতে ‘উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক’ ! এখানেও অবশ্য ভিকি কৌশলেরই রমরমা। প্রত্যাশা ছিল ‘সরকার ৩’ কে ঘিরে, যা মোটেই পূরণ হয়নি। রামগোপাল ভার্মার সরকার সিরিজের এই ছবি বাঁচাতে অক্ষম হয়েছেন স্বয়ং বিগ বি। তবে, সবচেয়ে হতাশ তিনি ‘কাবিল’ ছবিটিকে কেন্দ্র করে। একে তো সুপারস্টার হৃত্বিক রোশনের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ। অন্যদিকে রাকেশ রোশনের ফিল্মক্রাফট প্রোডাকসন্স এর প্রযোজক। অর্থাৎ বিগ হাউস, বড় স্টার–কোনওটাই কাজে এলো না এক্ষেত্রে। বলতে দ্বিধা করবো না, ইয়ামির ডেবিউ ছবি ‘ভিকি ডোনার’-ই এখনও পর্যন্ত তাঁকে সেরা জায়গাটা দিয়েছে, ডেবিউ হিরো আয়ুষ্মানের বিপরীতে। আদতে কনটেন্টই এ ছবির হিরো। স্টারডম সবসময় শেষ কথা বলে না, বুঝেছেন ইয়ামি।