Monday, February 3, 2025
ওয়েব-Wave

বেটার কল সল  – আসছে নেটফ্লিক্স-এ আগামী ১৯ এপ্রিল

মৃণালিনী ঠাকুর

ওয়েবসিরিজ দেখেন আর ‘ব্রেকিং ব্যাড’ দেখেননি, সারা বিশ্বেই শতাংশের হিসেবে এমন দর্শক খুঁজে বের করা মুশকিল। রেকর্ড পরিমাণ জনপ্রিয়তা সৃষ্টিকারী সেই ‘ব্রেকিং ব্যাড’-এর প্রিকোয়েল ও সিকোয়েল নিয়েও যে সমান আগ্রহ থাকবে, তাতে আর আশ্চর্য কী! এটাও ঠিক, আগ্রহ থেকে যে প্রত্যাশা জন্ম নেয়, তা সবসময় পূর্ণ হয় না। বিশেষত, একযোগে এই প্রিকোয়েল ও সিকোয়েল তৈরি করা–নিঃসন্দেহে খুবই জটিল এক প্রক্রিয়া। আমেরিকান ক্রাইম ড্রামা সিরিজ ‘বেটার কল সল’ দর্শক দরবারে এসেছিল এহেন জটিলতার পথ ধরেই। বলতে দ্বিধা করবো না, দর্শকদের হতাশ করেননি ভিন্স গিলিগান ও পিটার গাউল্ড। এঁরাই ‘বেটার কল সল’-এর স্রষ্টা। প্রসঙ্গত, ‘ব্রেকিং ব্যাড’-ও গিলিগানেরই সৃষ্টি।

তবে, ‘বেটার কল সল’ শুরু থেকেই দারুন জমে ওঠার ক্ষেত্রে যে নামটি সবার আগে করতেই হবে, তিনি অভিনেতা বব ওডেনকির্ক। যাকে ঘিরে ‘বেটার কল সল’-এর গল্প পল্লবিত, সেই জিমি ম্যাকগিলের চরিত্রে বব ওডেনকির্ক-এর দুর্দান্ত অভিনয় ছাড়া এটা অসম্ভব ছিল। আইনজীবী জিমিকে লোকজন অবশ্য সল গুডম্যান বলেই জানে। সল ছাড়াও এই সিরিজের অনেকটা জুড়ে আছে রিটায়ার্ড পুলিশ অফিসার মাইক (অভিনয়ে জোনাথন ব্যাংকস)। মাইক তার বিধবা পুত্রবধূ ও নাতনির খরচ চালাবার তাগিদে জড়িয়ে পড়ে জুয়ারেজ ড্রাগ কার্টেলের সঙ্গে।

Images 22

সিরিজের শুরুতে আমরা দেখি সল আর্থিকভাবে খুবই কঠিন এক পরিস্থিতির মধ্যে রয়েছে। তার নিত্য লড়াইয়ের মাঝে একটাই রিলিফ, একদা সহপাঠী ও প্রেমিকা কিম ওয়েক্সলার (রিয়া সীহর্ন)। কিম এটর্নি হিসেবে যুক্ত হ্যামলিন, হ্যামলিন এন্ড ম্যাকগিলের সঙ্গে। প্রসঙ্গত, এই ল-ফার্মটির অন্যতম অংশীদার হলো জিমি অর্থাৎ সলের বড় ভাই ব্রিলিয়ান্ট চাক ম্যাকগিল (মাইকেল ম্যাককিয়ান)। দাদা চাক একদিকে সলের আদর্শ। অন্যদিকে চাকের ব্যবহারে কিছুতেই হীনমন্যতা কাটিয়ে উঠতে পারে না সে।

একটা সময় সল হ্যামলিন-এ পিয়নের কাজ করতো। কিন্তু তার স্বপ্ন তো দাদার মতো বিখ্যাত আইনজীবী হওয়া। সল যেভাবে দেখে ও ভাবে তার চারপাশের দুনিয়াটাকে, সেটা আসলে মোটেই নয়। ক্রমে সলের দেখার চোখ পাল্টায়। পরিস্থিতিই একসময় আমূল বদলে দেয় মানুষটাকে। অপরাধের দুনিয়া তাকে নতুন নতুন অভিমুখে ঠেলে দেয়। আবার এরই পাশাপাশি নিজেকে নানাভাবে পেশাদারী উৎকর্ষতার পথেও নিয়ে যায় সল। সততা, আদর্শ, নীতিবোধ–এই সবকিছুর সংজ্ঞাও যেমনটা সে জানতো, তেমন আসলে নয়, এও উপলব্ধি করে সল। মোদ্দা কথা সলের ভাগ্য বা দুর্ভাগ্য যেদিকে নিয়ে যায় তাকে, গল্পও সেভাবেই বাঁক নেয়।

Images 25

সিরিজে রয়েছে আরও অনেক চরিত্র–নাচো ভার্গা (মাইকেল ম‍্যান্ডো), গাস ফ্রিং ( গিয়ানকার্লো এসপসিতো), লালো সালামানকা (টনি ডালটন)। এদের মধ্যে সল, গাস, মাইক–এই চরিত্রগুলি ‘ব্রেকিং ব্যাড’ থেকেই ‘বেটার কল সল’-এ অনুসৃত। ক্রাইম–মূলত ড্রাগ কার্টেল, প্রশাসনিক ক্ষেত্রে অসাধু চক্র, আইনি ব্যবস্থার ফাঁকফোকড়–সব নিয়ে অত্যন্ত রিয়ালিস্টিক এই সিরিজ। সঙ্গে প্রত্যেকের নিখুঁত অভিনয়। গল্প বিন্যাসের কথা তো শুরুতেই বলেছি। প্রিকোয়েল নির্মাণ এক বিরাট চ্যালেঞ্জ, একথা সকলেরই জানা। সেই চ্যালেঞ্জ দুর্দান্ত উতরে যাবার প্রথম শর্তই ছিল একটি শক্তপোক্ত কাঠামো অর্থাৎ টানটান চিত্রনাট্য। সেখানে কোনও ত্রুটি রাখেননি গিলিগান ও গাউল্ড।

দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে ‘বেটার কল সল’। অনেকেই বলছেন প্রিকোয়েল তৈরির ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে এই সিরিজ। প্রচুর পুরস্কার ঝুলিতে পুরে নেবার পাশাপাশি একাধিকবার নমিনেশনও পেয়েছে এই সিরিজ। ইতিমধ্যেই ‘বেটার কল সল’-এর পাঁচটি সিজন মোট ৫০টি পর্বে দেখানো হয়ে গেছে। ষষ্ঠ ও অন্তিম সিজন দেখার অপেক্ষায় টানটান ছিল দর্শক আগ্রহ। এবার অপেক্ষার পালা শেষ। নেটফ্লিক্স-এ আগামী ১৯ এপ্রিল দেখানো শুরু হবে ষষ্ঠ সিজন। যাঁরা এই সিরিজ দেখেননি এখনও, তাঁরা সবগুলি সিজন দেখতে পাবেন নেটফ্লিক্স-এই।