বৈচিত্র্যে বৈভবে জমজমাট ‘সাহিত্য ও সিনেমা’
পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিশ্ববরেণ্য কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, মরমি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মুন্সী প্রেমচাঁদ এবং উইলিয়াম শেকসপিয়র প্রমুখ লেখকের এক একটি কালজয়ী সৃষ্টি সেলুলয়েড রূপান্তরে হয়ে উঠেছে আইকনিক সিনেমা। সারা বিশ্ব নতজানু হয়েছে সেইসব সিনেমার সামনে। স্বাভাবিক সেইসব ছবিও যে নির্মাণ করেছেন সত্যজিৎ রায়, বিমল রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ, তরুণ মজুমদার, গুলজার, বিশাল ভরদ্বাজ, ঋতুপর্ণ ঘোষ প্রমুখ চলচ্চিত্র পরিচালক। এই বিষয়টিরই চর্চা ও আলোচনা আপনারা দেখছেন আমাদের ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও সংগীতশিল্পীদের উৎসাহিত করুন।