Monday, February 3, 2025
৫ফোড়ন

বৈধ নয় নুসরতের বিয়ে

নুসরতের প্রেম, নুসরতের বিয়ে, বিয়ের পর নানা বিতর্ক―অবশেষে তাঁর মা হওয়া। সেই মাতৃত্ব নিয়েও প্রচুর প্রশ্ন ছিল। মাতৃত্বের মতো স্পর্শকাতর একটি  বিষয়কে নুসরত নিজেই হাটের মাঝে এনেছিলেন এবং মিডিয়া বেশ কিছুদিন তাঁর ব্যক্তিগত আবেগ ও সিদ্ধান্তকে মশলাদার একটি পদ বানিয়ে জনসমক্ষে পেশ করেছে। এরই মধ্যে আলিপুর আদালতের রায়, নিখিল জৈন ও নুসরত জাহানের বিয়ে আইনত বৈধ নয়। এবার নুসরত কী করবেন, সেটাই দেখার ! তাঁর বিবাহ অবৈধ। রইলো সন্তান। আর কেরিয়ার ? অভিনয় না রাজনীতি, কোনদিকে যাবেন ? নাকি দুটোই ! এদেশে একটি যে অপরটির পরিপূরক !!