Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

‘বোধন’-এর উদ্বোধন

শিলিগুড়ির সংস্কৃতিপ্রেমী মানুষের মন জয় করে,  সংস্কৃতি জগতে আত্মপ্রকাশ করল বিশেষ চাহিদাসম্পন্ন বন্ধুদের সংস্কৃতি চর্চাকেন্দ্র ‘বোধন’। এই নির্মল সকালে আত্মপ্রকাশের মুহূর্তে ‘বোধন’-এর সদস্যরা জানালেন, শুধুমাত্র সহমর্মিতা নয়, উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে শিল্পীর মর্যাদা চান তাঁরা। শিলিগুড়ি চল্ডাল বুকস-এ অনুষ্ঠিত এই আয়োজনে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন শহর শিলিগুড়ির চিকিৎসক, সমাজকর্মী, সংস্কৃতিপ্রেমী মানুষজন।

Img 20230701 Wa0049
'বোধন'-এর উদ্বোধন 7

এদিন শিলিগুড়ি উদয়ের অটিস্টিক ছাত্রী নিবেদিতার গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সমগ্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিলিগুড়ি উদয়, ভীমবার স্নেহালয়, মাতৃছায়ার বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা। এছাড়াও একক সঙ্গীত পরিবেশন করেন পূজা শাহ ও জিষ্ণু ভট্টাচার্য। শিল্পীদের সঙ্গে সিন্থেসাইজারে যোগ্য সঙ্গত করেন দীপঙ্কর রক্ষিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা, যিনি বাহ্যিক দৃষ্টিশক্তিহীন।

‘বোধন’-এর উদ্যোক্তা সংস্কৃতিকর্মী জুঁই ভট্টাচার্য। এ কাজে তিনি পাশে পেয়েছেন নন্দিনী রাহা, মিলি ভট্টাচার্য, কৃষ্ণা বল, অমৃতা দত্ত, সুবর্ণা দাশগুপ্ত, সুভদ্রা দাশগুপ্ত, অনুভব দাসের মত শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের। প্রসঙ্গত, ‘বোধন’-এর কর্মযজ্ঞে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ‘বিভোর’-এর শিল্পীরা। বিভিন্ন ভাবে সাহায্য করেছেন ‘অন্য ধ্রুপদ কালচারাল অর্গানাইজেশন’-এর পক্ষ থেকে সোমা সান্যাল চক্রবর্ত্তী। পাশে থেকেছেন আভালন হসপিটাল, ইন্ডিয়ান ব্যাঙ্ক, হোটেল ডলি ইন কর্তৃপক্ষ। ‘বোধন’-এর উদ্যোক্তারা জানান, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে এই বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা যাতে প্রতিষ্ঠা ও যোগ্য সম্মান পান, সেই প্রচেষ্টা চালিয়ে যাবে এই সংগঠন।

পরিশেষে উপস্থিত সকলের সম্মিলিত কন্ঠে ‘আমরা করবো জয়’ গানটির মধ্যে দিয়ে ‘বোধন’-এর প্রথম অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়। বিশেষ চাহিদাসম্পন্ন প্রত্যেক শিল্পী তাঁদের পরিবেশনে যেভাবে মন জয় করে নিয়েছেন উপস্থিত সবার, তার রেশ থেকে যাবে অনেকদিন পর্যন্ত, এই অনুষ্ঠান থেকে নিঃসন্দেহে এটি বড় প্রাপ্তি। অন্যদিকে, ‘বোধন’-এর উদ্বোধনী কর্মযজ্ঞে চন্ডাল বুকস-এর কর্ণধার কিশোর সাহার সহযোগিতার কথাও পৃথকভাবে উল্লেখ করা হয় সংস্থার পক্ষে।