ব্যোমকেশ দেব
সম্প্রতি তাঁর অভিনয় জীবনের ১৭ বছর পূর্ণ করলেন দেব। টলিউডের এক ও অদ্বিতীয় এই তারকা বহু ভাঙ্গাগড়ার মধ্য দিয়ে গিয়েছেন। সমালোচনা, বিতর্কের ঝড় ভাঙতে পারেনি তাঁকে। রাজনীতির প্রাঙ্গনেও সফল তিনি। মোদ্দা কথা, যাবতীয় প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে দেব বুঝিয়ে দিয়েছেন, টিকে থাকার লড়াইটা জানেন তিনি। শুধু তাই নয়, নিজের শর্তেই টিকে আছেন তিনি। দেবের (অভিনেতা ও প্রযোজক রূপে) সাম্প্রতিক হিট ‘প্রজাপতি’-তে মিঠুনের সংযুক্তি নিয়ে তাঁর নিজের দল থেকে ওঠা প্রশ্নের জবাব যে পরিণতমনস্কতা ও কৌশলের সঙ্গে দিয়েছেন তিনি, তা এককথায় অসাধারণ। এহেন দেবের সাম্প্রতিক ঘোষণা “অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম।” স্বাভাবিক ভাবেই দেবভক্তরা উল্লসিত। তিনি এও জানিয়েছেন, ছবির বাকি অভিনেতা, টেকনিশয়ান এবং পরিচালকের নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে। ব্যোমকেশ বাংলা গোয়েন্দা সিনেমা দর্শকের অত্যন্ত প্রিয় এক চরিত্র। এর আগে আবীর চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকেই এই চরিত্রে অভিনয় করেছেন। দেব জানেন, তুলনা হবে। তবু, তিনি আত্মবিশ্বাসী। দেবের সবচেয়ে বড় গুণ, নিজের সীমাবদ্ধতা জানেন তিনি। কঠোর পরিশ্রম করে, সেই খামতি মেটাবার চেষ্টাও করেন। এবারেও ব্যোমকেশকে সেভাবেই হাজির করবেন দেব, নিশ্চিত বলা যায়।