ভবিষ্যতে কী আছে মিলি’র ভাগ্যে !!
আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। জি বাংলায় সম্প্রতি শুরু হয়েছে ধারাবাহিক ‘মিলি’। লিখেছেন মৃণালিনী ঠাকুর।
অল্প বয়সেই মাতৃহারা মিলির একমাত্র ভরসা তার বাবা। তবে, মিলির বাবা শুধু কর্তব্য পালনেই দায় সারেন, মিলির সব ইচ্ছা পূর্ণও করেন। কিন্তু মায়ের ভালোবাসার অভাব মেটাতে পারেন না তিনি। মায়ের অভাব প্রতি পদক্ষেপে অনুভব করে মিলি। কঠিন মুহূর্তগুলিতে চরম অসহায় বোধ করে সে। মিষ্টি স্বভাবের ও মধুর হৃদয়ের অধিকারী এই মেয়ে অবশ্য যাবতীয় প্রতিকূলতার মধ্যেই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে।
মিলির জীবনে প্রথম বিপুল পরিবর্তন আসে, রাহুলের প্রেমে পড়ার পর। রাহুল রায় বর্মণ, একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি ও জেন ওয়াইয়ের কাছে চূড়ান্ত জনপ্রিয়। তার জন্য সকলেই পাগল। এহেন, একেবারে বিপরীত স্বভাবের রাহুলের সঙ্গে মিলির পরিচয় ও শেষে বিয়ে ঠিক হয়। আর এই বিয়ের দিন থেকেই সবকিছু একেবারে বদলে যায়। বিয়ের দিন অর্জুন বলে এক তরুণের দ্বারা কিডন্যাপড হয় মিলি। এরপর যে তথ্যটি বেরিয়ে আসে, সেটা অদ্ভুত ও অপ্রত্যাশিত! অর্জুনের বক্তব্য, মিলিকে রক্ষা করার উদ্দেশ্যেই কিডন্যাপ করেছে সে।
এরপরই উঠে আসে একাধিক প্রশ্ন–কার কাছ থেকে মিলিকে রক্ষা করছে অর্জুন ? কিডন্যাপের ঘটনা কতটা প্রভাব ফেলবে মিলির জীবনে ? রাহুলের ভূমিকাই বা কী হবে এইসব কিছুর মধ্যে ? মিলির জীবনযুদ্ধ কী আরও কঠিন হয়ে পড়বে এরপর ? যাবতীয় প্রশ্নের জবাব রয়েছে জি বাংলায় প্রদর্শিত ‘মিলি’র পর্বে পর্বে। দুটি বিপরীত মেরুর নারী-পুরুষের সম্পর্কের এই নাটক যে বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে কিছুটা হলেও ব্যতিক্রমী হাওয়া এনেছে, তাতে কোনও সন্দেহ নেই।
আর এর কৃতিত্ব নিশ্চয়ই পাবেন মেগার পরিচালক পীযূষ ঘোষ। স্ক্রিন প্লেয়ার্স প্রযোজিত ‘মিলি’ শুরু হয়েছে গত ২৫ শে সেপ্টেম্বর সোমবার থেকে। অভিনয়ে খেয়ালী মণ্ডল (মিলি), অনুভব কাঞ্জিলাল (অর্জুন), ধ্রুবজ্যোতি সরকার (রাহুল) প্রমুখ। একটু ভিন্নস্বাদের এই কাহিনি দর্শকধন্য হবে, এমনটাই প্রত্যাশিত। দর্শকই টিআরপির নিয়ন্ত্রক কিনা, ইদানীং এই বিষয়ে অনেকেই কমবেশি সন্দিহান। এর কারণ, বহু জনপ্রিয় ধারাবাহিক এই টিআরপির চক্করে বন্ধ হয়ে যেতে দেখেছি আমরা। ‘মিলি’র ক্ষেত্রে যেন সেটা না হয়। জি বাংলায় ‘মিলি’ দেখছেন সোম থেকে শনি, রাত ৯টায়।