Monday, February 3, 2025
৫ফোড়ন

ভাঙাগড়ায় সেলিম-জাভেদ জুটি

যেদিন সেলিম-জাভেদ জুটি ভাঙবার ঘোষণা খবরে এলো, সেদিন তামাম বলিউড, এমনকী বলিউডি ছবির ভক্তরাও একই সঙ্গে অবাক ও দুঃখিত হয়েছিল। তাঁরা টানা ১১ বছর কাজ করেছেন জুটি বেঁধে। তারপর এমন কী ঘটল যে, একে অপরের কাছ থেকে দূরে সরে গেলেন তাঁরা ? এই কারণটা সেই সময় গোপনই ছিল। দুজনেই মুখ বন্ধ রাখেন তখন। আজ এত বছর বাদে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন জাভেদ সাব। তাঁর কথায়, একটা সময় ছিল, আমরা দিনের ২৪ ঘণ্টার মধ্যে ১৭/১৮ ঘণ্টা একসঙ্গে কাটাতাম। সেটা শুরুর দিন। আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। আমাদের আর কোনও বন্ধুও ছিল না। সাফল্য তখনও অনেক দূর ! তারপর ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হলো। আমাদের কাজের পরিধি বাড়লো। দুজনের পৃথক ও একান্তের জগৎ তৈরি হলো। আমাদের জীবনে নতুন নতুন বন্ধু এলো। এভাবেই একে অপরের পরিপূরক হয়ে থাকার মনটাও গেল বদলে। আমরা বিচ্ছিন্ন হলাম। বন্ধুত্ব বা পার্টনারশিপে এই ঘটনা অহরহ ঘটে। জাভেদ খুব সুন্দর করে বিষয়টা ব্যাখ্যা করেছেন। ওঁদের সম্পর্কের সুতো স্বাভাবিক নিয়মেই ছিঁড়েছে। এখানে অন্য কোনও তিক্ততার বিষ নেই।