ভাঙা সংসার জুড়বে ?
ভাবা যায়, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো একজন অসাধারণ অভিনেতা অর্থাৎ শিল্পী মানুষ, বলিউড যাকে নিপাট ভদ্রলোক বলেই চিহ্নিত করে, তাঁর বিরুদ্ধেও নাকি গার্হস্থ্য হিংসার অভিযোগ ওঠে ! ঘটনাটি পুরোনো হলেও সম্প্রতি আবার আলোচনায় এসেছে নওয়াজের স্ত্রী আলিয়ার দুই সন্তানসহ দুবাই থেকে মুম্বই ফিরে আসার খবরে। এবার একটু অভিযোগটা খতিয়ে দেখা যাক। নওয়াজ কিন্তু ঠিক কী করেছেন, সেটা পরিষ্কার নয়। বলে হয়েছে তাঁর পরিবার, বিশেষত নওয়াজের ভাই গায়ে হাত তুলেছে আলিয়ার। অভিযোগ করার পর নওয়াজের সঙ্গে মিটিয়েও নেওয়ার প্রস্তাব দেন আলিয়া। তারপরই দুবাই প্রস্থান। সব মিলিয়ে বিষয়টা যে যথেষ্ট জটিল, তাতে কোনও সন্দেহ নেই। আপাতত নওয়াজ ভক্তরা প্রতীক্ষায়, কবে তাঁর ভাঙা সংসার জোড়া লাগে তার।