ভালো হোক অক্ষয়-সময়
‘বেল বটম’, ‘বোল বচ্চন’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’–আপাতত লম্বা ফ্লপের তালিকা কেরিয়ারে নিয়ে বিপর্যস্ত একদা হিটের সুপার রেকর্ডওয়ালা সুপার খিলাড়ি অক্ষয় কুমার। এরই মধ্যে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘রামসেতু’-র বক্স অফিস রিপোর্টে কিছুটা আশার আলো দেখলেন অক্ষয়ভক্তরা। অক্ষয়েরও বিশেষ নজর ছিল ‘রামসেতু’-র ওপর। অন্যদিকে নিন্দুকেরা বলছে, এটাও সাময়িক সাফল্য। নিতান্তই দিওয়ালি মরশুমের প্রভাবে ছবির তাৎক্ষণিক সাফল্য। প্রশ্ন অনেক। একদিকে ‘রামসেতু’ কী পারবে অক্ষয়ের ভাগ্য ফেরাতে ? রামের নামে তরী ভাসবে কী সাফল্যের নদীতে ? পাশাপাশি বি টাউনের সিনে ক্রিটিকরা বলছেন অক্ষয়ের বিষয় নির্বাচনেই গলদ রয়েছে। তাঁকে দর্শক ভরপুর একশন-কমেডিতেই দেখতে চায়। ভাগ্য ফেরাতে ওই পথেই হাঁটতে হবে তাঁকে আবার।