Monday, February 3, 2025
৫ফোড়ন

ভাষায় ফেল নতুন ফেলুদা

লুক, স্মার্টনেস, একশন বা কিছু কিছু দৃশ্যে সূক্ষ ও গভীর অভিব্যক্তিতে নম্বর পেলেও ভাষায় প্রচুর হোঁচট খেয়েছেন টলিপাড়ার নয়া ফেলুদা। যদিও ছবি মুক্তির আগে তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, তাঁর বলা সংলাপে যাতে ত্রুটি না থাকে, তার জন্য বাংলা ভাষা নিয়ে কঠোর পরিশ্রম করছেন তিনি। প্রবাসী বাঙালি ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে এই প্রশ্নটা যে উঠবেই, সে তথ্য জানা ছিল সকলেরই। তা সত্ত্বেও স্বয়ং সন্দীপ রায় ‘হত্যাপুরী’-তে ইন্দ্রনীলকে নির্বাচন করেছেন। এরপর আর কার কী বলার থাকতে পারে ? কিন্তু, বলার থাকে। সেটা তাদের, যারা পয়সা দিয়ে হলে সিনেমা দেখতে যান! সৌমিত্র চট্টোপাধ্যায় না হয় মিথ হয়ে গেছেন। অর্থাৎ নতুন প্রজন্মের কাছে তিনি অনাদি অতীত। সব্যসাচী চক্রবর্তী তো স্মৃতি হয়ে যাননি ! সিনেমায় আবীর চট্টোপাধ্যায় বা ফেলুদা ওয়েব সিরিজের টোটা রায়চৌধুরীর সংলাপ কথনও তো কানে আছে সকলের ! এক্ষেত্রে ইন্দ্রনীলের ‘চেষ্টা’ ধোপে টেকা মুশকিল। বাংলা ভাষার চর্চা আজন্ম না থাকলে, সেটা সংলাপ শিখে বলে দেওয়া, অতটাও সোজা নয়।