মঞ্চ নাটক থেকে সিনেমা, কাহিনির গুরুত্ব সর্বত্র
আপনারা ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে নতুন শো ‘ফিকশন টাইম’ দেখছেন প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। আগামী ২৬ সেপ্টেম্বর থাকছে সিনেমা নিয়ে আড্ডা। শুরুতে বাংলা সিনেমা ছিল সম্পূর্ণভাবে সাহিত্যনির্ভর। সময়ের সঙ্গে সঙ্গে সেই নির্ভরতা দিক পরিবর্তন করলেও কাহিনির গুরুত্ব কমল না। পরীক্ষানিরীক্ষা হলো। পরিচালকগণদের অনেকেই নিজেরাই ছবির কাহিনি রচনা করলেন। যাবতীয় পরিবর্তনের সূত্র ধরেই বলা যায়, ফিকশন অর্থাৎ কাহিনির গুরুত্ব চিরন্তনী আবেদনে থেকে গেল বাংলা সিনেমায়। আড্ডায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এই সময়ের অন্যতম প্রতিভাধর চিত্র পরিচালক ও লেখক প্রমিতা ভৌমিক। প্রতি সপ্তাহে এই আড্ডায় উপস্থিত থাকছেন মঞ্চ, সিনেমা, রেডিও, টিভি অর্থাৎ বিনোদন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বগণ। আর প্রতিবারের মতোই সঙ্গে থাকেন আপনারা, আমাদের প্রিয় দর্শকবন্ধুরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের উৎসাহিত করুন।