মঞ্জরীর কবিপ্রণাম
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রতি বারাসত, নবপল্লী, সুভাষ ইনস্টিটিউট হলে সান্ধ্যকালীন কবি প্রণামের আয়োজন করে ‘মঞ্জরী’। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ ও বিশিষ্ট সংগীতশিল্পী মিত্রা বন্দোপাধ্যায়। একক সংগীত, সমবেত সংগীত, দ্বৈত সংগীত, আবৃত্তি (সমবেত ও একক) দিয়ে সাজানো ছিল এই সন্ধ্যা।
প্রায় দুই দশক আগে শাস্ত্রীয় সংগীত, রাগপ্রধান, নজরুলগীতির দক্ষ প্রশিক্ষক ও শিল্পী রাহুল চ্যাটার্জির হাত ধরে ‘মঞ্জরী’-র আত্মপ্রকাশ ঘটে। রাহুল চ্যাটার্জি ও তাঁর সহধর্মিনী সংগীতশিল্পী মিতালি চ্যাটার্জির তত্ত্বাবধানে ‘মঞ্জরী’ আজ প্রস্ফুটিত। উল্লেখ্য এদিনের সকল ছাত্রছাত্রীর পরিবেশনায় শুদ্ধ ও সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণের ছাপ ছিল সুস্পষ্ট। এই সন্ধ্যায় ‘মঞ্জরী’-র ৯২ বছরের বর্ষীয়ান শিক্ষার্থী সুবোধ দে’র সংগীত পরিবেশন ছিল চমকপ্রদ। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত কথার মালা দিয়ে সুন্দরভাবে গাঁথলেন তরুণ সঞ্চালক নীলাঞ্জন।