Monday, February 3, 2025
৫ফোড়ন

মদ ব্যবসায় আরিয়ান

এক বছর আগেই মাদককাণ্ডে নাম জড়ায় তাঁর। ঠিক ধরেছেন, বলিউড বাদশাপুত্র আরিয়ান খানের কথাই বলছি। সেই সময় নানা আইনি জটিলতার মুখোমুখি হতে হয় তাঁকে। তাঁদের পরিবারের জন্য সে এক বিভীষিকাময় দিন গেছে। জীবনে যা দেখেনি শাহরুখ ভক্তরা, সেই প্রথম ভেঙে পড়তে দেখা গেছে তাঁকেও। সেসব অবশ্য অতীত এখন। তা সত্ত্বেও এই প্রসঙ্গ নতুন করে কেন ? কারণ, সম্প্রতি আরিয়ান ঘোষণা করেছেন তাঁর নতুন ব্যবসার। কাকতালীয় হলেও চমকপ্রদ সেই ঘোষণায় জানা গেছে, মদের ব্যবসা শুরু করেছেন তিনি। আরিয়ানের এই সংস্থা আপাতত শুধুই ভদকা প্রস্তুত করবে। তাঁর এই নতুন ব্যবসার পরিকল্পনায় শাহরুখের প্রতিক্রিয়া জানতে চাইলে, আরিয়ানের স্পষ্ট জবাব, আমাদের বাড়িতে সবাই স্বাধীন মতামতের অধিকারী। আমার এই সিদ্ধান্তে তাই কারওই কোনও আপত্তি নেই। হবে হয়তো। আরিয়ান প্রাপ্তবয়স্কের খাতায় নাম লিখিয়েছেন অনেক আগেই। মাদক বিতর্ক থেকে উদ্ধারের পর মদ ব্যবসায়ীর খাতায় নাম লেখালেই বা কী ! অভিভাবকদের আজকাল কীই বা বলার থাকে, সে তারকাপুত্র হলেও।