মনোজ্ঞ ছিল ‘বিশ্বভরা প্রাণ’ ভারত শাখার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী
সম্প্রতি ‘বিশ্বভরা প্রাণ’ ভারত শাখা শ্যামবাজারের সেরাম হলে আয়োজন করেছিল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী। ‘আপন আলো’ শিরোনামের এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল এই দুই কিংবদন্তিকে স্মরণে রেখে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রাণময় প্রকাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও সংগীতশিল্পী ডঃ দীপা দাস। কথায়-গানে এই সন্ধ্যায় শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।
এছাড়াও বিশেষ অথিতিরূপে, সুরেলা কণ্ঠে আসর মাতান লোকসংগীত শিল্পী পার্থ মুখোপাধ্যায় ও মান্না দে ফ্যানক্লাবের সম্পাদক বর্ষীয়ান গায়ক অনিলবরণ ঘোষ। বিশেষ সংস্কৃতিজন শ্যামল ব্যানার্জি উপস্থিত ছিলেন তাঁর কবিতার ডালি নিয়ে। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় সুদূর ওমান থেকে আগত প্রিয় সারথী ও সংগীতশিল্পী গার্গী মাইতিকে। তাঁর সহৃদয় উপস্থিতি অনুষ্ঠানের আয়োজনকে বিশেষ ভাবে প্রাণিত করেছিল।
দুর্গাপুর থেকে এসেছিলেন আবৃত্তিশিল্পী রীনা রায় ও মধুসূদন রায়। তাঁদের আন্তরিক নিবেদনে আনন্দময় হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। বহরমপুর থেকে আগত আবৃত্তিশিল্পী অনিন্দিতা মোদক ও সংগীতশিল্পী তনুশ্রী চ্যাটার্জি আসর মাতিয়ে দেন, তাঁদের সজীব উপস্থাপনায়। দক্ষিণবঙ্গের ক্যানিং থেকে আগত কবি ও কন্ঠশিল্পী সারস্বত মন্ডলের সুরেলা নিবেদনে ছিল দুটি গান। ছিল দুই আবৃত্তিগোষ্ঠী ‘কথামালা’ ও ‘স্পট লাইট’ নিবেদিত খুদে শিল্পীদের অসাধারণ পরিবেশন। শ্রোতাদের মন কেড়ে নেয় তাদের নিবেদন।
এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন ইলা দেবনাথ, অনীতা ভট্টাচার্য, মহুয়া ঘোষ। সংগীত পরিবেশন করেন মিতালি চ্যাটার্জি, সংহিতা রায়, কৃষ্ণা সাহা, ইন্দ্রাণী মজুমদার, সঞ্জয় বসু ও অরুন্ধতী দাশগুপ্ত। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিকশিল্পী সৌমিক ব্যানার্জি। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন ভারত কমিটির সভাপতি সংগীত ও আবৃত্তিশিল্পী বিধুরা ধর। নিজস্ব প্রতিনিধি