মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা
রেওয়া আর্ট এন্ড কালচারের আয়োজনে সম্প্রতি সল্টলেক ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ-সাংস্কৃতিক-সন্ধ্য । অনুষ্ঠানে আমন্ত্রিত ‘নব রবি কিরণ শিল্পীগোষ্ঠী’ পরিবেশিত গীতি-আলেখ্য ছিল এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। রবীন্দ্রনাথের কবিতা ও সংগীতকে আশ্রয় করেই তাঁদের এদিনের নিবেদন। সংগীতে অংশ নিয়েছিলেন দেবাদৃত চট্টোপাধ্যায় এবং ভাষ্যপাঠে ছিলেন অরিজিৎ এবং মৌনতা মিত্র।
‘আমি চঞ্চল হে’, ‘আমার নিশীথ রাতের বাদল ধারা’, ‘এই উদাসী হাওয়ার পথে পথে, ‘আজি বিজন ঘরে’ ইত্যাদি গানকে স্বকীয় দক্ষতায় এক আলাদা মাত্রায় পৌঁছে দেন দেবাদৃত। কন্ঠমাধুর্য এবং ভাবগাম্ভীর্যে মৌনতা এবং অরিজিৎ মিত্রর কন্ঠে শ্রুতিমধুর লাগে ‘এক গাঁয়ে’, ‘অনন্ত প্রেম’, ‘আমি’, বর্ষার দিনে’ কবিতাগুলি। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অরিজিৎ মিত্র। মনোজ্ঞ-সাংস্কৃতিক-সন্ধ্য দ্বিতীয় পর্বে নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের শিল্পীদের নিবেদনে ছিল ‘মুক্ত বিহঙ্গ’ এবং ‘নব রবি কিরণ’ সঙ্গীত শিক্ষায়তনের ছাত্র-ছাত্রী নিবেদিত একটি সাংগীতিক উপস্থাপনা। রেওয়া আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগীতশিল্পী মনিদীপা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু।