মনোজ্ঞ স্মরণসন্ধ্যা
সুতানুটি পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা-সম্পাদক পূর্ণেন্দু সেনগুপ্তের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে সুতানুটি পরিষদ, শ্যামপুকুর আঞ্চলিক কমিটির উদ্যোগে বীরেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ স্মরণসন্ধ্যা। এই সন্ধ্যায় পূর্ণেন্দু সেনগুপ্ত স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘উত্তর কলকাতার চালচিত্র’। বক্তৃতায় বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় উত্তর কলকাতার বিনোদন জগতের ইতিহাস সুচারুভাবে তুলে ধরেন।
উপস্থিত ছিলেন সুতানুটি পরিষদের সহ-সভাপতি প্রবীর মিত্র, গোপীনাথ ঘোষ, সম্পাদক চন্দন দত্ত প্রমুখ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিধায়ক দেবাশিস কুমার। এই সন্ধ্যায় ‘মাভৈঃ’-এর পরিবেশনায় ছিল কবিতা-গানের কোলাজ ‘পূজারিণী’, যা সকলের সাধুবাদ অর্জন করে। তিন শিশুশিল্পী–স্বর্ণালী সোমের ভানুসিংহের পদের নৃত্যনিবেদন, রাজশ্রী দাস ও সৌপর্ণ পালের আবৃত্তি মন কাড়ে উপস্থিত দর্শক-শ্রোতার। সবশেষে, শমীক পালের কণ্ঠে বাংলা গান দর্শকশ্রোতাদের মোহিত করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শম্পা বটব্যাল। অনুষ্ঠান শেষে সুতানুটি পরিষদ, শ্যামপুকুর অঞ্চলের সভামুখ্য করুণা সেনগুপ্ত সকলকে ধন্যবাদ জানান।