মসুর সুনীল
ডাঃ মসুর গুলাটিকে নিশ্চয়ই ভোলেননি হিন্দি টেলিভিশনের দর্শক। কপিল শর্মার সিটকম কমেডি সিরিজের অনেকটা জুড়ে ছিল এই চূড়ান্ত মজাদার চরিত্রটি, অভিনয়ে যাকে জীবন্ত করে তোলেন সুনীল গ্রোভার। ডাঃ মসুর গুলাটি ছাড়া ‘গুত্তি’ সুনীলকেও বেশ পছন্দ করেছেন দর্শক। তারপরের ইতিহাস সকলেরই জানা। নানা কারণে সুনীলের সঙ্গে কপিলের চরম অশান্তি ! কপিলের বিরুদ্ধে অভিযোগ, তিনি কো-স্টারদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। অপমান করেন কথায় কথায়। এরপর শো ছেড়ে চলে যান সুনীল। একা সুনীল নন, অনেকেই কপিলের শো-কে বাই বাই জানিয়েছেন। এঁরা চলে যাওয়ায় কপিলকে শোয়ের ফরম্যাট বদলাতে হয়। সিটকমের মজা উধাও। এখন শুধুই টক শো। অন্যদিকে ডাঃ মসুর গুলাটিকে কিন্তু আবার দেখা গেছে টিভির পর্দায়। তাঁর সেই অননুকরনীয় মেজাজে ডাঃ সুনীল মসুর গুলাটি হাজির ‘ইন্ডিয়াজ লাফটার চ্যাম্পিয়ন’-এর পর্দায়।