Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

মহাভারতের বিদুর শঙ্করের ‘নিয়ন্তা’-য়

একেবারে ব্রাত্য না হলেও, মহাভারতের যে চরিত্রগুলি সম্পর্কে মানুষের বিশেষ আগ্রহ দেখা যায় না, বিদুর সম্ভবত তাঁদের মধ্যে অন্যতম। কিছু কিছু লেখা হয়েছে ঠিকই, তবে তিনি যেন আরও অনেক বেশী অভিনিবেশ দাবী করেন। আরও অনেক বেশী মনযোগ ও যত্নের দাবিদার তিনি। বিদুর শুধুমাত্র এক চরিত্র নন, তিনি হলেন মহাভারতের বিবেক। অসম্ভব জ্ঞানী একজন মানুষ, যিনি সে মহাকাব্যের প্রতিটি পদক্ষেপ নিজের ধীশক্তির আলোকচ্ছটায় আলোকিত করেছেন। তাঁর নিষ্কলুষ বোধ, তাঁর ক্ষুরধার বুদ্ধি, তাঁর অসামান্য পরিস্থিতি বিশ্লেষণক্ষমতা, তাঁর  অনন্যসাধারণ রাজনৈতিক বিচক্ষণতা ইত্যাদি গুণাবলী অনায়াসে তাঁকে মহাভারতের অন্য অনেকানেক চরিত্র থেকে অনেকটাই এগিয়ে রাখে।

এত কিছু সত্বেও তিনি চূড়ান্তভাবেই একজন আড়ম্বরহীন মানুষ। হ্যাঁ, তিনি একজন প্রকৃত মানুষ। মান এবং হুঁশ সম্বলিত এক স্বয়ংসম্পূর্ণ অস্তিত্ব ! সেটি অনুসন্ধান করাই এ গ্রন্থের এক এবং একমাত্র প্রয়াস। লেখক শঙ্কর বন্দোপাধ্যায়ের ‘নিয়ন্তা’ বিষয়গুণে এভাবেই এক সংগ্রহযোগ্য সংকলন হয়ে ওঠে। শ্লোকের ভিড় এবং গম্ভীর মোড়কের আড়াল থেকে মানুষ বিদুরকে খুঁজে নিয়ে আসা এককথায় লেখকের এক অনন্য প্রচেষ্টা। তাঁর কলম খুঁজতে খুঁজতে চলে যায় বিদুরের জন্মের অন্তরালস্থিত কাহিনিতে। চলে যায় শিশু বিদুর থেকে মহামতি বিদুর হয়ে ওঠার পরিক্রমায়। চলে যায় তাঁর স্নেহ-মায়া-মমতাময় জীবনে, তাঁর হাসি-কান্না, ভালবাসা ও অনুরাগে। সবশেষে তাঁর যোগক্রিয়া মাধ্যমে দেহত্যাগে যার সমাপ্তি। এই গ্রন্থে মহাভারতের অপেক্ষাকৃত স্বল্পালোকিত বিদুর, একটু একটু করে মানুষ বিদুর হয়ে ওঠেন।

বইমেলায় সংবিদ’এর স্টলে এবং তারপর কলেজ স্ট্রিটের দে বুক স্টোরে পাওয়া যাবে ‘নিয়ন্তা’। দাম ৪২৫ টাকা। এছাড়াও রিড বেঙ্গলিতে (লেক মার্কেট) অনলাইন ও অফলাইন দুভাবেই পাওয়া যাবে ব্যতিক্রমী বিষয়ের ওপর লেখা এই গ্রন্থ।