Monday, February 3, 2025
৫ফোড়ন

মা হচ্ছেন ক্যাটরিনা

আলিয়া, বিপাশার পর এবার মা হওয়ার সুখবর দিয়ে চমক সৃষ্টি করলেন ক্যাটরিনা কাইফ। তাঁর সাম্প্রতিক ছবি ‘ফোন ভুত’-এর প্রচার নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন ক্যাটরিনা কিছুদিন যাবত। সেই সময়ও সেভাবে কিছু বোঝা যায়নি তাঁকে দেখে। চেহারায় মাতৃত্বের লক্ষণগুলি প্রকাশ পায়নি। তারপর হঠাৎই প্রকাশ্যে ক্যাটির বেবিবাম্প ! পতি পরমেশ্বর ভিকি কৌশলের সঙ্গে বেবিবাম্প সমেত নিজের ছবি দিয়ে রীতিমত চমকে দিলেন বলিউডের এই অলটাইম চাহিতা তারকা। চমকই বটে ! গত বেশ কয়েকদিন ধরে গসিপ ম্যাগাজিনগুলো ক্যাটরিনা ও ভিকির সম্পর্কের অবনতি নিয়ে যে গল্পকথা ছড়াচ্ছিল, নিঃসন্দেহে তাদের গালে সপাটে একটা চড় হয়ে দাঁড়ালো ক্যাটরিনার মাতৃত্বের খবর।