মা হতে চান প্রিয়াঙ্কা
ঠিক এখনই না হলেও, অদূর ভবিষ্যতে অবশ্যই মা হতে চান প্রিয়াঙ্কা। নিকেরও কোনও আপত্তি নেই। কথা হলো, হঠাৎ এ প্রসঙ্গ কেন ? আদতে, প্রসঙ্গ ঠিক এটা নয়। বারবার খবরে উড়ে বেড়ানো তাঁদের ডিভোর্সের গসিপকে সামাল দিতে প্রিয়াঙ্কার এহেন ঘোষণা। তাঁর কথায়, সম্পর্ক কেন ভাঙবে ! আমি আর নিক তো সন্তান গ্রহণের ব্যাপারে পরিকল্পনা করছি। আজকালের মধ্যেই সেটা না ঘটলেও, অবশ্যই সন্তান চান তাঁরা দুজনেই। এটা ঠিক, এখন প্রবল কাজের ব্যস্ততা। তবে, ভবিষ্যতে সন্তান জন্মের পর প্রয়োজনমতো কাজ কমিয়ে, বাচ্চা পালনে মন দেবেন তাঁরা, ঠিক করেছেন দুজনেই। ডিভোর্স বিতর্ক আসলে মিডিয়ার কষ্টকল্পনা, এটাই হলো সারকথা।