মিনার্ভা থিয়েটারে আজ ‘প্রটেকটর’
শিশুর সম্মান, সুরক্ষা এবং একজন বাবার পিতৃত্বের অধিকার পাওয়ার বিষয়টা এখনও আমাদের সমাজে প্রয়োজনীয় গুরুত্ব পায় না। এমনকী তথাকথিত শিক্ষিত শ্রেণিও সচেতন নয় এই বিষয়ে। নোটো থিয়েটার ট্রুপ এই গুরুত্বপূর্ণ বিষয়টিতেই আলোকপাত করেছে তাদের প্রযোজনা ‘প্রটেকটর’-এ। নাটকের কাহিনি আবর্তিত উপরে উল্লেখিত বিষয়কে ঘিরেই। ২০১৮ সালে নাটকটি মিনারভা থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল৷ গুরুত্বের নিরিখেই কলকাতা দূরদর্শনে বেশ কয়েকবার নাটকটি প্রদর্শিত হয়েছে ৷
আজ, ২১ শে জুলাই নোটো থিয়েটার ট্রুপ পা দিলো সাত বছরে। সেই উপলক্ষে তাঁদের দুদিন ব্যাপী নাট্য উৎসব মিনারভা থিয়েটারে। এই দিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে ‘প্রটেকটর’-এর দশম শো অভিনীত হতে চলেছে। নাট্যকার সুদীপ্ত ভৌমিক। নির্দেশনা ময়ূরী মিত্র ও অমর চট্টোপাধ্যায়। অভিনয়ে অমর চট্টোপাধ্যায়, অতসী ভট্টাচার্য, দীপাঞ্জন মণ্ডল, পল্লব চক্রবর্তী এবং ময়ূরী মিত্র। মঞ্চ ও আবহ অমর চট্টোপাধ্যায়। আলো সুদীপ সান্যাল।