Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

মিস মিসেস ইন্ডিয়া ২০২২

ইন্ডিয়া রয়াল মিস মিসেস ইন্ডিয়া ২০২২ ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রতি কলকাতার হায়াত রিজেন্সি হোটেলে। জয়ের মুকুট, অর্থাৎ ‘দ্য পাওয়ার অফ দ্য ক্রাউন’ তাঁদেরই জন্য, যাঁরা সব বাধা জয় করে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী। আপন শক্তি, সাহস, ধৈর্য্য ও লেগে থাকার চূড়ান্ত ক্ষমতা তাঁদের সাফল্যের উৎস। রূপসী ও গ্ল্যামারাস  প্রতিযোগীরা তো ছিলেনই। তবে, অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল বাংলার এক নম্বর নায়িকা, বলিউড-টলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলায় আজও তিনি গ্ল্যামারের শেষ কথা।

“নারীর শক্তি ও তার সৌন্দর্যের প্রতীক এই প্রতিযোগিতা। প্রত্যেকবারই আরও অর্থবহ ও সমাজের বুকে প্রভাব বিস্তার-কারক হিসেবে পরিগণিত ইন্ডিয়া রয়াল মিস মিসেস ইন্ডিয়া ২০২২”–বলেন ঋতুপর্ণা। মিস ইন্ডিয়া উইনার হন ইভান রাই। মিসেস ইন্ডিয়া উইনার ডঃ আশা কালোয়ার। অর্পিতা কর্মকার পরেন মিসেস ইন্ডিয়া ক্লাসিকের মুকুট। গ্ল্যামার ও ফ্যাশন দুনিয়ায় এই প্রতিযোগিতার ঐতিহ্য ছয় বছর পূর্ণ করেছে ইতিমধ্যেই। প্রতিযোগিতায় সেরার মুকুট প্রাপকরা এরপর রয়াল মিস মিসেস ইন্টারন্যাশনাল পাটায়া ২০২২-এ যোগ দেবেন। প্রসঙ্গত, ভারচুয়াল ও অফলাইন–দু’ভাবেই চলবে তাঁদের গ্রুমিং সেশন।