Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

মুক্তির পরই হিট নচিকেতার ‘জীবন চলছে নেশার ঘোরে’

বাংলা জীবনমুখী গান মানেই নচিকেতা চক্রবর্তী। বেশ কিছুদিন বিরতির পর পুরোনো মেজাজে ধরা দিলেন তিনি। সৌমিতা মুভিজের প্রযোজনায় নচিকেতার কন্ঠে সত্যমের লেখা গান ‘জীবন চলছে নেশার ঘোরে’ মুক্তি পেয়েছে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে। মুক্তি পাওয়া মাত্রই শ্রোতারা বিপুলভাবে গ্রহণ করেছে গানটি। কমেন্টবক্সে দেখা যাচ্ছে প্রশংসার ঝড়। গানটির সঙ্গীতায়োজন করেছেন শুভাশিস বাবান দত্ত। মিক্সিং করেছেন দুর্গেশ প্রসাদ। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মেই গানটি পাওয়া যাবে। রাজ্য-দেশের সীমা অতিক্রম করে বর্তমানে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গানটি। সঙ্গে বহুল প্রশংসিত নচিকেতা চক্রবর্তীর দরাজ কন্ঠ এবং সত্যমের লেখা ও সুর।