মুক্তির পরই হিট ‘হারানো সুর’
বাংলাগানের শ্রোতাদের মধ্যে আধুনিক গানের চাহিদা বরাবরই বেশি। আর তাতে যদি কিছুটা রোম্যান্টিক ছোঁয়া থাকে, তাহলে তো কথাই নেই। ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলের সদ্য প্রকাশনাটি তার ব্যতিক্রম
নয়। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘হারানো সুর’। রাধামাধব-পূজা আর্টসের প্রযোজনায়, সায়নী নস্করের শব্দচয়নে, গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী সুশ্রিতা রায় ও অঞ্জন সিকদার। সঙ্গীত পরিচালনা করেছেন কৌশিক দে। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।
এলবামটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে গানটি। বস্তুত ‘খুব ভালো’, ‘অসাধারণ’, ‘এক্সেলেন্ট’ প্রভৃতি প্রশস্তিসূচক শব্দে কমেন্টবক্স প্লাবিত। বরাবরের মতো এবারেও দর্শকদের চাহিদা বুঝে তাঁদের মনের মতো গান প্রকাশনা করার ক্ষেত্রে আবারও সফল ননস্টপ বিনোদন।