মুক্তি পেল ‘অপূর্ণ প্রেম’
প্রেম যখন প্যাশনে পরিণত হয়, তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মানুষ। আর সেটা যদি অবসেশনের দিকে যায়, তবে তার পরিণতি কতদূর গড়াতে পারে, সেটাই ‘অপূর্ণ প্রেম’। এ ছবিতে অবশ্য সামাজিক মেলামেশার এক আন্তরিক বার্তাও রয়েছে। আদতে, যাবতীয় মানবিক আবেগ ও মনস্তত্ত্বের মেলবন্ধনেই নির্মিত পরিচালক আশিস রায়ের এই ছবি। ‘অপূর্ণ প্রেম’ প্রযোজনা করেছে এ আর ফিল্মস। সম্প্রতি ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি পেয়েছে।
গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে রাজা ভালোবাসে গ্রামেরই মেয়ে কুহেলিকে। কুহেলির এসব দিকে মন নেই। সে আরও পড়াশোনা করতে চায়। অন্যদিকে যে কলেজে সে পড়ে, সেখানকার অধ্যাপক কুন্তল স্যরও ভালোবাসে কুহেলিকে। এদিকে কুন্তল স্যরকে আবার পছন্দ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের মেয়ে নমিতা। যাকে ভালোবাসে, তাকে পাওয়া না পাওয়ার দন্দ্ব ও ভাবনায় একসময় অস্থির হয়ে ওঠে রাজা। সে খুন করে কুহেলিকে। ভাগ্যের এমন পরিহাস, ঠিক তখনই সে জানতে পারে, কুহেলিও তাকেই ভালোবাসে। এই ধাক্কা সহ্য করতে না পেরে রাজা নিজেও শেষ পর্যন্ত আত্মহত্যা করে। বিয়োগান্তক এই গল্প ও চিত্রনাট্যের লেখক ছবির নায়ক স্বয়ং দিব্যেন্দু সেনগুপ্ত (রাজা)। সংলাপও তাঁরই লেখা। নায়িকা পূজা ঘোষ (কুহেলি)। এছাড়াও অভিনয় করেছেন সাগ্নিক বেরা (কুন্তল স্যর) ও নবাগতা দেবী মাহাতো (নমিতা)। দিব্যেন্দু, সাগ্নিক, পূজা–এঁরা সকলেই নানা মাধ্যমে কাজ করেছেন। বড় ও ছোট পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম এবং মিউজিক ভিডিও। সেদিক থেকে দর্শকের প্রত্যাশা পূরণে সফল হবেন এই অভিনেতারা। পরিচালক আশিস রায় বরাবরই তাঁর ছবিতে নতুনদের সুযোগ দেন। এবারও আছেন দেবী মাহাতো। নিশ্চয়ই এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি বিনোদন জগতে নিজের একটা জায়গা করে নেবেন। রাজার মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুপর্ণা নস্কর।