Monday, February 3, 2025
টলিউডলাইম-Light

‘মেঘলা’য় মিথিলা

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। এক লড়াকু মেয়ের উত্তরণের কাহিনি ‘মেঘলা’ নিয়ে আসছেন পরিচালক অর্ণব মিদ্দা। লিখেছেন সোমনাথ লাহা

পাহাড়ী জনপদে মেঘ-বৃষ্টি-কুয়াশার লুকোচুরি। এমন এক আবহেই নিজের স্বামীকে হারিয়ে ফেলেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। পাঠক, চমকে উঠবেন না। এই ঘটনা মোটেও বাস্তবের নয়, আমরা সিনেমার পর্দায় দেখব এই দৃশ্য। বাংলাদেশের বিনোদন আঙিনায় রীতিমতো জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। তাঁর আর‌ও একটি পরিচয় হল তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ঘরনী। এহেন মিথিলা এবার এপার বাংলাতেও ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করার কাজে নেমে পড়েছেন। তিনি নিজে যেমন দৃঢ়চেতা, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রেও তেমন চরিত্রেই অভিনয় করতে পছন্দ করেন।

Capture One Catalog0761
'মেঘলা'য় মিথিলা 5

মিথিলাকে এবার দেখা যাবে পরিচালক অর্ণব মিদ্দার ছবি ‘মেঘলা’-তে। ছবিতে নামভূমিকায় দেখা যাবে তাঁকে। মূলত এক লড়াকু মেয়ের গল্প‌ই উঠে আসতে চলেছে ‘মেঘলা’-য়। পরিস্থিতি কিভাবে একটি সাধারণ মেয়েকে অসাধারণ পর্যায়ে উত্তরণ ঘটাতে সাহায্য করে, তার‌ই প্রতিফলন দেখতে পাওয়া যাবে এই ছবিতে। প্রসঙ্গত, ইতিমধ্যেই দুই বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‌হ‌ইচ‌ই-এর ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজনে ‘বহ্নি’ চরিত্রটির হাত ধরে এপার বাংলায় নিজের ইনিংস শুরু করেছেন মিথিলা। এখানেই শেষ নয়, রাজর্ষি দে পরিচালিত মাল্টিস্টারার ছবি ‘মায়া’-তেও অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তিনি।

সে অর্থে দেখতে গেলে পরিচালক অর্ণব মিদ্দার ‘মেঘলা’-তে প্রথম পুরোদস্তুর মুখ্য চরিত্রে রয়েছেন মিথিলা। ছবির কাহিনি আবর্তিত হয়েছে অনাথ আশ্রমে বড় হওয়া একটি মেয়েকে কেন্দ্র করে। জীবনে প্রতিষ্ঠিত হয়ে সে বিয়ে করেছিল ফরেন্সিক মেডিসিনের ডাক্তার আবীরকে। গর্ভাবস্থায় মেঘলাকে নিয়ে আবীর ঘুরতে যায় পাহাড়ে। সেখানেই হারিয়ে যায় সে। কলকাতা ফিরে এসে আবীরের খোঁজ শুরু করে মেঘলা। আর এই খোঁজের মধ্যেই মিশে থাকে রহস্যের পরত। কখনও কেউ গোপনে অনুসরণ করতে থাকে মেঘলাকে। কখনও আবার সে হুমকির চিঠি পায়। মেঘলাকে সাহায্য করতে এগিয়ে আসে থানার বড়বাবু রুদ্র এবং সাংবাদিক সাত্যকি। স্তরে স্তরে গল্পে উঠে আসে মেঘলা-আবীরের প্রেম, আবীরকে হারিয়ে তার মানসিক বিপন্নতা, প্রতি মুহূর্তে বিপদের সঙ্গে মেঘলার টানাপোড়েন। মৃত্যু, অপহরণ না অন্য কোনও রহস্য? কি লুকিয়ে রয়েছে এর মধ্যে ? মেঘলা কি আদৌ পারবে যাবতীয় ঝড়-ঝাপটা সামলে জীবনযুদ্ধে টিকে থাকতে? মেঘ সরিয়ে সে কি দেখতে পাবে রোদের দেখা? উত্তর মিলবে ছবির পর্দায়।

Capture One Catalog0462
'মেঘলা'য় মিথিলা 6

ছবিতে মিথিলার স্বামী আবীরের চরিত্রে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়। সাংবাদিক সাত্যকির চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়। থানার বড়বাবু রুদ্রর ভূমিকায় দেখা যাবে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত ছোটপর্দার অতি পরিচিত মুখ বিশ্বরূপ। জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘গৌরী এলো’-তে ঈশানের চরিত্রে তাঁর অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে দর্শকমহলে। তাই বড়পর্দায় তাঁকে দেখার আগ্রহ যে দর্শকদের মধ্যে থাকবে, তা বলাই বাহুল্য। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখ। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং। সংগীত পরিচালনায় রণজয় ভট্টাচার্য। সিনেমাটোগ্রাফার ইন্দ্রনাথ মারিক। সম্পাদনায় অনির্বাণ মাইতি।

ইদানিং ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে রহস্য, থ্রিলার কাহিনির অভাব নেই। তবে বড়পর্দায় বরাবর নারীকেন্দ্রিক গল্প বলতে পছন্দ করা পরিচালক অর্ণব মিদ্দা এক্ষেত্রে আবেগ-ভালোবাসার কাহিনিকে প্রাধান্য দিয়ে তার সঙ্গে মিশিয়ে দিয়েছেন জমাট রহস্য। ছবিতে মুখ্য চরিত্রে মিথিলাকে নির্বাচন প্রসঙ্গে পরিচালকের মন্তব্য, “গল্প লেখার সময় থেকেই মেঘলার চরিত্রে মিথিলার কথা মনে হয়েছিল। ওর মুখের মধ্যে একটা সারল্য রয়েছে। ওর মতো শক্তিশালী অভিনেত্রী খুব কমই হয়। মিথিলার অভিনয় ক্ষমতাকে দর্শক এই ছবিতে নতুন করে চিনবে। আমি অত্যন্ত ভাগ্যবান যে মিথিলার মতন একজন সুযোগ্য অভিনেত্রী এইরকম একটি কঠিন চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছেন।”

অপরদিকে অভিনয়ের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের, জনগোষ্ঠীর নারীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মিথিলার। সেই অভিজ্ঞতা এই ছবিতে তাঁকে অনেকটাই সাহায্য করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি তাঁর অভিমত, “মেঘলা একটি চ্যালেঞ্জিং চরিত্র যে কোন অভিনেত্রীর জন্যে। আমি অত্যন্ত ভাগ্যবান যে রকম একটি চরিত্র ধারণ করার সুযোগ পেয়েছি এবং এরকম একটি গল্পের অংশীদার হতে পেরেছি। এইরকম একটি সিনেমা শুধুমাত্র বিনোদন নয়, আমাদের জীবন ও সমাজের প্রতি চলচ্চিত্রের যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে, তার প্রতিফলন।”

Img 20230330 Wa0073
'মেঘলা'য় মিথিলা 7

‘মেঘলা’ এক অর্থে অ্যাকশন-থ্রিলার ছবি হলেও এর মধ্যে ইমোশনাল ড্রামা‌ও রয়েছে। কলকাতা সহ উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ী জায়গায় হয়েছে এই ছবির শুটিং। ছবির দ্বিতীয়ার্ধ জুড়ে রয়েছে অ্যাকশন। একটি আপাত শাস্ত মেয়ে নিজের পরিবার, ভালোবাসার মানুষের উপর আঘাত এলে–বিশেষত যখন সে বুঝতে পারে যে তার সন্তান সুরক্ষিত নয়, সে কতদূর যেতে পারে,সেই গল্পই পর্দায় মেলে ধরেছেন পরিচালক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘মেঘলা’-কে উপলক্ষ করে সৃষ্ট মিথিলার লুক, আর তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতোই।

‘অন্দরকাহিনী’-র পর আবার একটি নারীকেন্দ্রিক ছবি বানানোর বড় চ্যালেঞ্জ নিজের কাঁধে তুলে নিয়েছেন পরিচালক অর্ণব মিদ্দা। প্রসঙ্গত, টলিপাড়ায় অপরিচিত নন পরিচালক। তাঁর ছবি ‘অন্দরকাহিনী’ রীতিমতো প্রশংসিত, সমাদৃত ও পুরস্কৃত হয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। সেই ছবিতে চারটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার। তিনিও প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন। কিন্তু তারপরও প্রযোজকের টালবাহানার কারণে মুক্তির আলো দেখেনি সেই ছবি। তবে থেমে থাকেননি পরিচালক। তিনটি ভিন্ন গল্পকে নিয়ে অর্ণবের তৈরি অ্যান্থলজি ‘সেদিন কুয়াশা ছিল’ রয়েছে মুক্তির অপেক্ষায়। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল, পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, জয় সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্রর মতো এক ঝাঁক অভিনেতা।

শুধু তাই নয়, ‘সেদিন কুয়াশা ছিল’-র হাত ধরেই প্রথমবার বড়পর্দায় পা রাখতে চলেছেন পরান বন্দ্যোপাধ্যায়ের নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়ের মঞ্চাভিনেত্রী স্ত্রী উপাবেলা মুখোপাধ্যায়। একইভাবে বলা যায়, ‘মেঘলা’-তেও ঝুঁকি নিয়েছেন মুখ্য চরিত্রে মিথিলাকে নির্বাচন করে। কারণ তিনি বাংলাদেশের ছবির পরিচিত মুখ হলেও, এপার বাংলায় মিথিলা নতুন। এখন দেখার বিষয় এটাই যে দর্শকরা বড়পর্দায় মিথিলাকে কীভাবে গ্রহণ করেন ! সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের শেষেই মুক্তি পাবে এই ছবি।